পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Cup Qualifier: সুনীলদের তাতাতে তৈরি যুবভারতী, অপেক্ষাকৃত দুর্বল কম্বোডিয়াকে গুরুত্ব স্টিম্যাচের

আজ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে (Asian Cup Qualifier) কম্বোডিয়ার বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় দল ৷ যে ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষকেও গুরুত্ব দিচ্ছেন ভারতীয় কোচ ইগর স্টিম্যাচ (India vs Cambodia Match Preview) ৷ আজকের এই ম্যাচে রাহুল বেকে ছাড়া সকলেই ম্যাচ ফিট বলে জানিয়েছেন তিনি ৷

Asian Cup Qualifier India vs Cambodia Match Preview
Asian Cup Qualifier India vs Cambodia Match Preview

By

Published : Jun 8, 2022, 9:31 AM IST

কলকাতা, 8 জুন : আজ কম্বোডিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত ৷ কলকাতায় সুনীল ছেত্রীর ভারতীয় দলের এশিয়ান কাপ কোয়ালিফায়ারের (Asian Cup Qualifier) এই ম্যাচে প্রতিপক্ষ ফিফা ক্রমতালিকায় অনেকটা পিছিয়ে থাকা কম্বোডিয়া । যদিও প্রতিপক্ষকে গুরুত্ব দিচ্ছেন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ (India vs Cambodia Match Preview) ৷ প্রতিপক্ষের ডাগ-আউটে কোচ হিসেবে থাকছেন জাপানের কিংবদন্তি কেইসুকে হন্ডা ৷ এএফসি এশিয়ান কাপের মূলপর্বে প্রবেশ করতে জয় গুরুত্বপূর্ণ দু'দলের কাছেই ৷ তাই বুধবাসরীয় যুবভারতী এক উপভোগ্য লড়াইয়ের প্রতীক্ষায় ।

যুবভারতীতে এই ম্যাচের জন্য 50 হাজার দর্শক ঢোকার অনুমতি দেওয়া হয়েছে ৷ তবে টিকিট পাওয়া নিয়ে মঙ্গলবার ফুটবল প্রেমীদের দিনভর ব্যাপক ঝামেল পোহাতে হয়েছে ৷ শেষ পর্যন্ত আইএফএ'র প্রত্যক্ষ সহযোগিতায় এবং বিদায়ী সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে সমস্যা সমাধানের পথ বেরোয় ৷ আইএফএ সদর দফতর থেকে টিকিট দেওয়ার ব্যবস্থা করা হয় ৷ তবে এই অব্যবস্থার নেপথ্য কারণ কী ? তা অজানা ৷ কেন এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের খেলার টিকিট বিনামূল্যে বিলিয়ে দেওয়ার ব্যবস্থা হল, তা রহস্য ৷

তবে, ভারতীয় দল মাঠের বাইরের এই সমস্যা থেকে বহুদূরে ৷ তারা মাঠ ভর্তি সমর্থন নিয়ে খেলার সুযোগ কাজে লাগাতে চায় ৷ সুনীল ছেত্রীদের কোচ ইগর স্টিম্যাচ (Igor Stimac) মনে করেন বিপুল সংখ্যক দর্শকদের মাঝে হতে চলা এই ম্যাচ আরও ভাল খেলতে সাহায্য করবে তাঁর দলকে ৷ স্টিমাচ জানান, "প্রচুর দর্শক মাঠে এলে ফুটবলাররা আরও উদ্বুদ্ধ হয় ৷ বাংলাদেশের বিরুদ্ধে এই মাঠেই আমরা এক গোলে পিছিয়ে ছিলাম ৷ দর্শকদের উন্মাদনা, তাদের চিৎকার আমাদের সেই গোল শোধ দিতে সাহায্য করেছিল ৷"

আরও পড়ুন : এশিয়ান কাপ কোয়ালিফায়ারে কম্বোডিয়ার বিরুদ্ধে অনিশ্চিত রাহুল ভেকে

ধারে-ভারে পিছিয়ে থাকলেও কম্বোডিয়াকে গুরুত্ব দিচ্ছেন স্টিম্যাচ ৷ তিনি বলেন, "ফিফা ক্রম তালিকায় কোন দল কোথায় রয়েছে সেটা বড় ব্যাপার নয় ৷ কারণ, দেখা যাবে মাঠের লড়াইয়ে পার্থক্যটা হয়ত উনিশ-বিশ৷ ওরা যদি একটা গোল শুরুতেই পেয়ে যায় তবে, কিন্তু ম্যাচে ফেরা কঠিন হবে ৷ এটা মাথায় রাখতে হবে ৷"

দলে বেশ কয়েকজন তরুণ ফুটবলার রয়েছেন ৷ তাঁরা নিজেদের উন্নতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷ স্টিমাচ বলেন, "নতুনরাও বেশ ভাল খেলছে ৷ লিস্টন কোলাসোর কথা আমি বলব ৷ একদিন আমি ভোর সাড়ে পাঁচটা, ছটা নাগাদ হোটেলের জিমে গিয়ে দেখি ও জিম করে যাচ্ছে ৷ এই পরিশ্রমের মানসিকতা আমার দারুণ লেগেছে ৷ মনবীর বেশ ভাল ফুটবল খেলছে ৷ রোশনের কথা আলাদা করে বলতে হয় ৷ পুরো মরশুম দারুণ খেলেছে ৷"

আরও পড়ুন : বিনিয়োগকারী সংস্থাকে স্বত্ব ছাড়া আজ বৈঠক লাল-হলুদে

তবে রাহুল বেকের চোট রয়েছে ৷ ও ছাড়া সকলেই ফিট ৷ এমনকি আশিক কুরনিয়ানও খেলার মত জায়গায় রয়েছেন বলে জানিয়েছেন সুনীলদের ক্রোট কোচ ৷ প্রতিপক্ষ কম্বোডিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের অতীত পারফরম্যান্স যথেষ্ট ভাল ৷ বড় ব্যবধানে জয়ের নজির রয়েছে ৷ শেষবার দু'দলের প্রদর্শনী ম্যাচে 3-2 গোলে জয় পেয়েছিল ভারত ৷ সেই ম্যাচের গোলদাতা সুনীল ছেত্রী বুধবার সন্ধের যুবভারতীতেও 'মেন ইন ব্লু'-র সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় ৷ তবে আক্রমণ এবং রক্ষণের পারফরম্যান্সে ভারসাম্য চাইছেন স্টিম্যাচ ৷

এ দিন ভারতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলির প্রশংসা শোনা গেল সতীর্থ সন্দেশ ঝিঙ্গানের মুখে ৷ তিনি বলেন, "গত 2-3 বছরে অনেক ঝড়-ঝাপটা সামাল দিতে হয়েছে আনোয়ারকে ৷ ওর মানসিকতা দেখে আমি মুগ্ধ ৷ ও যখন চণ্ডীগড়ে খেলত তখন থেকেই ওর কথা শুনেছি ৷ প্রীতম কোটালের মতোই ও দারুণ ফুটবলার ৷ আর সেই কারণেই ও আজ জাতীয় দলে ৷ যাই ঘটে যাক ও কিন্তু খেলা ছাড়েনি ৷"

ABOUT THE AUTHOR

...view details