টোকিয়ো, 7 জুলাই : করোনা প্যানডেমিকের মধ্যে অলিম্পিক্স ৷ গত বছর পরিস্থিতি খারাপ থাকায় আয়োজন করা যায়নি ৷ কিন্তু এবার তা শুরু হতে চলেছে ৷ যদিও প্যানডেনমিক পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি ৷ তাই জাপানের কাছে বিশ্বের ‘গ্রেটেস্ট শো’ আয়োজন করা অত্যন্ত চাপের হয়ে যাচ্ছে ৷ তবুও এই প্রতিযোগিতা আয়োজনে বদ্ধপরিকর জাপান ৷ ইতিমধ্যে জানা গিয়েছে যে দর্শক সংখ্যা একেবারে নগন্য থাকছে ৷ অন্যদিকে করোনার টিকাকরণের কাজও ওই দেশে উল্লেখযোগ্যভাবে হয়েছে ৷
কিন্তু তার পরও কিছু সমস্যা রয়ে যাচ্ছে ৷ কারণ, যে দর্শকরা আসছেন, তাঁদের মাত্র 13.8 শতাংশ ভ্যাকসিন নিয়েছেন ৷ তাছাড়া উগান্ডার খেলোয়াড়দের নিয়েও চিন্তা রয়েছে ৷ কারণ, ওই দেশে করোনার ডেল্টা ভ্যারিয়্যান্টের সংক্রমণ ভয়ানক আকার নিয়েছে ৷ তার উপর জাপানে পৌঁছানোর পর দলের এক সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ আসে ৷ তাঁকে কোয়ারেন্টাইন করা হয়েছে ৷ দলের বাকি 9 সদস্যকে 500 কিলোমিটার দূরে প্রি-অলিম্পিক্স ক্যাম্পে যাওয়ার অনুমতি দেওয়া হয় ৷ পরের দিন ওই দিনের আরও এক খেলোয়াড়ের করোনা ধরা পড়ে ৷ তখনই হোটেলে পুরো দলকেই আইসোলেট করা হয় ৷ গাড়ি চালক বা যাঁরা তাঁদের সঙ্গে এসেছিলেন, প্রত্যেককেই আইসোলেট করে দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন :Keshav Dutt : প্রয়াত হকি কিংবদন্তি কেশব দত্ত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
তাই অলিম্পিক গেমস থেকে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে ৷ সেই কারণে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিডে সুগা বলেছেন, ‘‘আমাদের খুব সতর্ক থাকতে হবে ৷’’ সংগঠক, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও অন্যরা এই সপ্তাহে একটি বৈঠকে বসতে পারে বলে খবর ৷ সেখানে অলিম্পিক্সের সময় নতুন বিধিনিষেধ নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷ কারণ, করোনা পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে ৷ এর মধ্যে বিমানবন্দরে আসা যাত্রীদের করোনা পরীক্ষা ঠিকমতো হচ্ছে কি না, তা পরিদর্শন করেছেন জাপানের প্রধানমন্ত্রী ৷ যাঁরা জাপানে অলিম্পিক্সের জন্য আসছেন, তাঁদের যথাযথ পরীক্ষা হচ্ছে বলে তিনি জানিয়েছেন ৷
এদিকে সোমবার পর্যন্ত, গত 16 দিন ধরে করোনার সংক্রমণ ক্রমশ বাড়তে শুরু করেছে ৷ অলিম্পিক্সের সময় তা আরও বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ গত শনিবার জাপানের রাজধানী শহরে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 716 ৷ ওই সংখ্যা অলিম্পিক্সের সময় দৈনিক হাজারে পৌঁছাতে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা ৷ তাঁরা বলছেন যে এতে ওই দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব পড়তে পারে ৷ জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফেকশাস ডিজিজ এর ডিরেক্টর-জেনারেল এবং সরকারি কোভিড পরামর্শদাতা বোর্ডের প্রধান রাউজি ওয়াকিতা জানিয়েছেন, বাইরে থেকে যাঁরা আসছেন, তাঁদের উপর আরও বেশি নজরদারি করা উচিত ৷
আরও পড়ুন :Tokyo Olympics : অ্যাথলেটিক্সে 26 জনের দল ঘোষণা ভারতের
এদিকে জাপানের বেশ কিছু পুরসভা বিভিন্ন দেশের প্রি-অলিম্পক্স ক্যাম্পের আয়োজনের দায়িত্বে ছিল ৷ এখন অনেক পুরসভাই সংক্রমণের আশঙ্কায় সেখান থেকে সরে আসছে ৷ জানা গিয়েছে যে এবার অলিম্পিক গেমস শুরু হচ্ছে 23 জুলাই ৷ গেমস ভিলেজ খুলছে 12 জুলাই ৷ তার আগে কারও করোনা ধরা পড়লে, তাঁদের আলাদা করে রাখার জন্য অন্য ব্যবস্থা করা হয়েছে জাপান সরকারের তরফে ৷ আপাতত সবকিছু সুষ্ঠুভাবে মেটার অপেক্ষায় সূর্যোদয়ের দেশ ৷