পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Kolkata League: পাঠচক্রর মুখোমুখি হয়ে অভিযান শুরু মোহনবাগানের, ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পুলিশ

কলকাতা লিগে বড় দলের মধ্যে প্রথম নামছে মোহনবাগান সুপার জায়ান্টস । 5 জুলাই সবুজ মেরুনের প্রতিপক্ষ পাঠচক্র ।

Etv Bharat
মোহনবাগান সুপার জায়ান্টস

By

Published : Jun 22, 2023, 11:37 AM IST

কলকাতা, 22 জুন: আগেই ঢাকে কাঠি পড়েছিল কলকাতা লিগের । এবার তা জোরালো হল আইএফএ লিগের প্রথম দুই রাউন্ডের সূচি প্রকাশ করায় । 25 জুন লিগের বল গড়াবে ডায়মন্ড হারবার বনাম সাদার্ন সমিতির ম্যাচ দিয়ে । কিশোরভারতী স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচ । কলকাতা লিগে বড় দলের মধ্যে প্রথম নামছে মোহনবাগান সুপার জায়ান্টস ।

5 জুলাই সবুজ মেরুনের প্রতিপক্ষ পাঠচক্র । মোহনবাগান তাদের প্রথম ম্যাচ নিজেদের মাঠে খেলবে না । তারা প্রথম ম্যাচ খেলবে নৈহাটি স্টেডিয়ামে । ঠিক তারপর দিন অর্থাৎ 6 জুলাই নামছে তৃতীয় প্রধান মহমেডান স্পোর্টিং । ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে সাদাকালো শিবির লিগে তাদের প্রথম ম্যাচ খেলবে নিজেদের মাঠেই । ইস্টবেঙ্গল নামছে 10 জুলাই । ঘরের মাঠে বিনো জর্জের ছেলেরা খেলবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিরুদ্ধে । মোহনবাগান এবং মহমেডানের দ্বিতীয় ম্যাচ রয়েছে 12 জুলাই এবং ইস্টবেঙ্গল দ্বিতীয় ম্যাচ খেলবে 13 জুলাই ।

নৈহাটি স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলার পরে মোহনবাগান সুপার জায়ান্টস ব্যারাকপুর স্টেডিয়ামে 12 জুলাই খেলবে টালিগঞ্জ অগ্রগামী । ওই দিন ঘরের মাঠে মহমেডান স্পোর্টিং খেলবে সিএসসির বিরুদ্ধে । 13 জুলাই ইস্টবেঙ্গল ঘরের মাঠে খেলবে রেনবো স্পোর্টিংয়ের বিরুদ্ধে ।

এদিকে মোহনবাগান সুপার জায়ান্টস তাদের এএফসি কাপের প্রস্তুতি শুরু করে দিল । অগস্টে প্লে অফের ম্যাচ খেলবে জুয়ান ফেরান্দোর ছেলেরা । প্রাথমিক পর্বে নেপালের মাচিন্দ্রা এফসি এবং ভূটানের পারো এফসি আট আগস্ট পরস্পরের মুখোমুখি হবে । এই ম্যাচের জয়ী দলের সঙ্গে 15 অগস্ট মোহনবাগান সুপার জায়ান্টস খেলবে গ্রুপ পর্বের ছাড়পত্র পেতে । ম্যাচটি কলকাতায় হবে 15 অগস্ট । কিন্তু ওইদিন স্বাধীনতা দিবস হওয়ায় দিনবদলের আবেদন করতে পারে মোহনবাগান ।

15 অগস্টের বদলে 22 কিংবা 23 অগস্ট ম্যাচ করতে চায় তারা । এএফসি কাপের প্লে অফের সূচি নির্ধারিত হবে 24 অগস্ট । মোহনবাগানের গ্রুপ লিগের খেলা পড়তে পারে 18-19 সেপ্টেম্বর, 2-3 অক্টোবর, 23-24 অক্টোবর, 6-7 নভেম্বর, 27-28 নভেম্বর, 11-12 ডিসেম্বর । জোনাল সেমিফাইনাল হবে 2024 সালে । ফাইনাল 5 মে, 2024 ।

আরও পড়ুন : প্রাক্তনীকে সম্মান, কৃশানু দে'র নামে ইস্টবেঙ্গলের ভিআইপি গ্যালারি

ABOUT THE AUTHOR

...view details