পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

EB Felicitated Bengal Footballers : 'মুখ্যমন্ত্রীর লড়াই অনুপ্রেরণা', বাংলার ফুটবলারদের মমতার ছবি রাখার পরামর্শ ক্রীড়ামন্ত্রীর - Arup Biswas praises Bengal football team at East Bengal club felicitation ceremony

ইস্টবেঙ্গল ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে বাংলা ফুটবল দলের প্রশংসা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের গলায় (Arup Biswas praises Bengal football team at East Bengal club felicitation ceremony) ৷ এদিন বাংলা ফুটবলারদের উত্তরণের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানেরও তুলনা টানেন তিনি ৷

EB Felicitated Bengal Footballers
মনোতোষ-দিলীপদের মুখ্যমন্ত্রীর ছবি রাখার পরামর্শ ক্রীড়ামন্ত্রীর

By

Published : May 13, 2022, 8:47 AM IST

কলকাতা, 13 মে : চ্যাম্পিয়ন হতে না-পারলেও সদ্য সন্তোষ ট্রফিতে বাংলা ফুটবলারদের লড়াকু ফুটবল মন কেড়েছে ক্রীড়া অনুরাগীদের ৷ ব্যতিক্রম নন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও (Arup Biswas praises Bengal football team at East Bengal club felicitation ceremony) ৷ বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্লাবে আয়োজিত 'তোমরাই ভবিষ্যৎ' অনুষ্ঠানে সন্তোষ ট্রফিতে মনোতোষ চাকলাদার-দিলীপদের ওরাওঁদের প্রশংসা তাঁর মুখে ৷ পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে বাংলা ফুটবলারদের আগামীর জন্য উৎসাহিত করল, তাকেও সাধুবাদ জানালেন ক্রীড়ামন্ত্রী ৷

উল্লেখযোগ্যভাবে, এদিন বাংলা ফুটবলারদের উত্তরণের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানেরও তুলনা টানেন অরূপ বিশ্বাস ৷ ক্রীড়ামন্ত্রী বলেন, "টালির চালের ঘর থেকে আজকের এই উত্তরণ । অনেক লড়াই, ত্যাগ এবং তিতিক্ষার মধ্যে দিয়ে উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর এই লড়াই অনুপ্রেরণা । ফুটবলারদের বলব মুখ্যমন্ত্রীর ছবি বাড়িতে রাখতে ৷" তবে সন্তোষ ট্রফিতে বাংলার রানার্স হওয়ার নেপথ্যে আইএফএ-কে কৃতিত্ব দেন ক্রীড়ামন্ত্রী ৷ কোচ রঞ্জন ভট্টাচার্য এবং আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে তিনিও যে নিয়মিত যোগাযোগ রেখে গিয়েছেন তাও জানান তিনি। সম্প্রতি বাংলা দলের দুই ফুটবলারের চাকরির ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ ব্যাপারে রাজ্যের ক্রীড়ামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী নিয়মিত খোঁজ নিতেন বাংলা দলের ব্যাপারে ৷ বাংলা দলের দুই ফুটবলারের চাকরির ব্যবস্থা তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর এ ব্যাপারে নিয়মিত যোগাযোগের ফসল বলে দাবি করেন অরূপ বিশ্বাস ৷

অন্যদিকে সন্তোষে তাঁর দলের সাফল্যের অবদান অনেকাংশে ক্রীড়ামন্ত্রীরও, জানালেন কোচ রঞ্জন ভট্টাচার্য । আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় আবার ফাইনালে পরাজয়ের গ্লানিতে ভেঙে না-পড়ে ঘুরে দাঁড়ানোর শপথ নিতে বলেছেন দলের ফুটবলারদের ৷ আগামী মরসুমে নতুন উদ্যমে সন্তোষ ট্রফি জয়কে পাখির চোখ করে এগোনোর কথা সচিবের মুখে । বাংলার ফুটবলারদের লড়াইয়ের প্রশংসা আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দোপাধ্যায়ের গলাতেও । ইস্টবেঙ্গল ক্লাবে বাংলা দলের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অমিত ভদ্র, বিশ্বজিৎ ভট্টাচার্য, রহিম নবি, বিকাশ পাঁজি, ষষ্ঠী দুলেদের মুখেও বাংলার ফুটবলারদের স্তুতি ৷

আরও পড়ুন : ইডেনে আইপিএল প্লে-অফ, প্রস্তুতি খতিয়ে দেখলেন সৌরভ

লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার তো আসন্ন মরসুমে বাংলার সকল ফুটবলারকে ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলার প্রস্তাব দিলেন ৷ তিনি বলেন, "এই দলের সকল ফুটবলারদের ইস্টবেঙ্গল ক্লাব থেকে খোলা প্রস্তাব রইল আগামী মরসুমের জন্য।" যা কার্যত নজিরবিহীন ৷ এছাড়াও অনুষ্ঠানে বাংলা দলকে পাঁচ লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করা হয় লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের তরফে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details