নয়াদিল্লি, 25 মে : তিল তিল করে গড়ে তুলেছিলেন নিজেকে ৷ অলিম্পিকসের মঞ্চ থেকে দেশকে পদক এনে দিয়েছিলেন ৷ সেসব আজ অতীত ৷ দেশের অন্যতম সেরা কুস্তিগীর সুশীল কুমার এখন খুনের দায়ে অভিযুক্ত ৷ এতদিনের সম্মান, খ্যাতি, সাফল্য সব এক লহমায় মাটিতে মিশে গিয়েছে ৷ এখানেই থেমে নেই ৷ রেলের সরকারি চাকরি হারাতে বসেছেন সুশীল ৷ এমনকি সুশীলের থেকে কেড়ে নেওয়া হতে পারে পদ্মশ্রী সম্মান ৷ খোয়াতে পারেন খেলরত্ন, অর্জুন পুরস্কার ৷
কুস্তিগীর সাগর রানা হত্যা মামলায় দিন দুয়েক আগে গ্রেফতার হয়েছেন সুশীল কুমার ৷ তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে ৷ আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন সুশীল ৷ ছেলেকে হারিয়ে শোকগ্রস্ত সাগরের পরিবার সুশীলের চরমতম শাস্তি দাবি করেছে ৷ সব মিলিয়ে ভয়ানক বিপদে পড়া সুশীল ভারতীয় রেলের উচ্চপদের চাকরিটিও খোয়াতে চলেছেন ৷ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নর্দান রেলের সিপিআরও দীপক কুমার জানিয়েছেন, "দিল্লি সরকারের তরফে রেলের কাছে এই বিষয়ে রিপোর্ট এসেছে ৷ সুশীলের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে ৷ ওকে সাসপেন্ড করা হবে ৷" দিন দুয়েকের মধ্যে কুস্তিগীরকে সাসপেন্ড করতে পারে রেল ৷