পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কুস্তিমহলে ত্রাস ছড়াতেই মারধরের ভিডিয়ো সুশীলের, আদালতে বলল পুলিশ - কুস্তিমহলে ত্রাস ছড়ানো ছিল লক্ষ্য

ছত্রশাল স্টেডিয়ামে খুনের মামলায় 20 দিন ধরে পালিয়ে বেড়িয়েছেন অলিম্পকসে পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমার ৷

Arrest
Arrest

By

Published : May 24, 2021, 7:36 AM IST

Updated : May 24, 2021, 7:52 AM IST

নয়াদিল্লি, 24 মে : কুস্তিগীর সাগর রানাকে নাকি পশুর মতো আছড়ে মেরেছিলেন ৷ এক বন্ধুকে সেই ঘটনার ভিডিয়ো রেকর্ড করতে বলেছিলেন সুশীল কুমার ৷ যাতে রেসলিংয়ের জগতে ত্রাস ছড়াতে পারেন ৷ দিল্লি আদালতে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আনল পুলিশ ৷ গতকাল কুস্তিগীর সুশীল কুমারকে আদালতে তোলা হলে ছয়দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ৷

ছত্রশাল স্টেডিয়ামে খুনের মামলায় 20 দিন ধরে পালিয়ে বেড়িয়েছেন অলিম্পকসে পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমার ৷ রবিবার ভোরে দিল্লি মুণ্ডকা এলাকা থেকে সুশীল ও তাঁর সঙ্গী অজয় কুমরাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল ৷ পুলিশ সূত্রে খবর, গত 4 মে 23 বছরের সাগর রানা ও তাঁর আরও 2 বন্ধুকে ছত্রশাল স্টেডিয়ামে ব্যাপক মারধর করেন সুশীল কুমার ও তাঁর সঙ্গী ৷ গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই মৃত্য়ু হয় সাগর রানার ৷ সাগরের মৃত্যুর পর সুশীল ও অজয় কুমার ফেরার হয়ে যান ৷

আরও পড়ুন : ধুলোয় মিশল সাফল্য, খ্যাতি ; কুস্তিগীর খুনে ধৃত সুশীল কুমার

সুশীলের খোঁজে দিল্লি ও তার আশপাশের শহরের বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি চালায় পুলিশ ৷ সুশীল সংক্রান্ত তথ্য দিতে পারলে দিল্লি পুলিশের পক্ষ থেকে 1 লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয় ৷ অজয় কুমারের জন্য 50 হাজার টাকার পুরস্কার ঘোষিত হয় ৷ গত 18 মে সুশীলের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় দিল্লির রোহিনী আদালত ৷ অবশেষে গতকাল তাঁকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ ৷

গতকাল দিল্লি রোহিনী আদালতে পুলিশ জানিয়েছে, "সুশীল কুমার তাঁর বন্ধু প্রিন্সকে ঘটনার ভিডিয়ো বানাতে বলেছিলেন ৷ তারপর সুশীল ও অজয় মিলে সাগর রানাকে পশুর মতো আছড়ে মেরেছিলেন ৷ এসব করে সুশীল রেসলিং সার্কিটে আতঙ্ক ছড়াতে চেয়েছিলেন ৷" মৃত সাগরের পরিবার সুশীলের ফাঁসির সাজার দাবি করেছে ৷

Last Updated : May 24, 2021, 7:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details