পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ওড়িশায় ফিফার অ্যাকাডেমি, ফুটবলে বঞ্চনার শিকার বাংলা; মত ক্রীড়ামন্ত্রীর - Aroop Biswas And Others on AIFF FIFA Talent

ভুবনেশ্বরে এআইএফএফ-ফিফা ট্যালেন্ট অ্যাকাডেমি নিয়ে ক্ষুব্ধ রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ টেনে আনলেন কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ ৷

Aroop Biswas And Others on AIFF FIFA
ফুটবলে বঞ্চনার শিকার বাংলা; মত অরূপের

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 11:00 PM IST

কলকাতা,22 নভেম্বর: এআইএফএফ-ফিফার যৌখ উদ্যোগে ট্যালেন্ট অ্যাকাডেমি তৈরি হচ্ছে ভুবনেশ্বরে ৷ সবে ফিতে কেটেছেন ফিফার গ্লোবাল ফুটবল ডেভলপমেন্ট বিভাগের প্রধান আর্সেন ওয়েঙ্গার ৷ এরই মাঝে ওড়িশার ফুটবলকে যেভাবে পৃষ্ঠপোষকতা করছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তা নিয়ে তৈরি হল নানা মত ৷ রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস অবশ্য় এর মধ্যে দেখছেন বঞ্চনার ছায়া ৷ তাঁর মতে, কেন্দ্র সব বিষয়েই রাজ্যকে বঞ্চনা করেছে ৷ একশো দিনের কাজের মজুরির বকেয়া-সহ একাধিক বিষয়ে কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলা । গত একবছর ধরে বকেয়া আদায়ের আন্দোলন চলছে । তারই রেশ ধরে ফুটবল মাঠেও বঞ্চনার শিকার হতে বলে মনে করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ।

বুধবার তৃতীয় কন্যাশ্রী কাপের উদ্বোধনে এসে বাংলার বদলে ওড়িশায় ফিফা ফুটবল অ্যাকাডেমি তৈরি নিয়ে সরব হন তিনি । তিনি বলেন, "একশো দিনের কাছের টাকা হোক, আবাস যোজনার টাকা হোক বা বকেয়া 1 লক্ষ 15 হাজার কোটি টাকা সবক্ষেত্রেই বঞ্চনা করেছে কেন্দ্র ৷ তা পাওয়ার জন্য গত এক বছর ধরে আন্দোলন করছি আমরা । যদি অ্যাকাডেমি করা উদ্দেশ্য হয় তাহলে এই রাজ্যেই ফেডারেশন করতে পারত । রাজ্য সরকার এক টাকায় এআইএফএফকে এত বড় জমি দিয়েছে । কোনও কাজ হয়েছে । পড়ে রয়েছে । কি হয়েছে ওখানে? অ্যাকাডেমি চলে গেল ভুবনেশ্বরে । বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা । কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি প্রথম ছিলেন আছেন এবং থাকবেন ।"

একই দাবি করেছেন বর্ষীয়ান প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য ৷ তিনি বলেন, "এর মধ্যে রাজনীতির রং রয়েছে। বাংলা ছাড়া কোথায় এত সংখ্যক ফুটবল খেলে জানি না। তবে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে এটা বলতে পারি ।" বাংলার সব প্রাক্তন ফুটবলারদের বিশ্বাস অবশ্য় মোটেই এক নয় ৷ কেউ কেউ মেনে নিয়েছেন বাংলায় ফুটবল উন্মাদনা বিপুল হলেও পরিকাঠামোগত দিক থেকে এগিয়ে রয়েছে ওড়িশা ৷ নবীন পট্টনায়ক সরকারের ক্রীড়া সংক্রান্ত ক্ষেত্রে মনোনিবেশেরও প্রশংসা করেন অনেকেই ৷

প্রাক্তন ফুটবলার সুমিত মুখোপাধ্যায় বলেন, "ভুবনেশ্বরে ক্রীড়া পরিকাঠামো গড়ে উঠেছে । ওখানে সেই রাজ্য সরকারও বিরাট আর্থিক পৃষ্ঠপোষকতা করছে । দেশের খেলাধূলার কথা চিন্তা করেই এই পাশে দাঁড়ানো । এই সুযোগ সুবিধা যে রাজ্য দেবে সকলে তার কাছেই যাবে । সেই কারনেই সবাই ভুবনেশ্বরে যাচ্ছে । ওড়িশা সরকার হকি জাতীয় দলকে বিরাট অঙ্কের অর্থে পৃষ্ঠপোষকতা করছে । খেলা নিয়ে ওদের একটা বিরাট পরিকল্পনা রয়েছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গকে এই ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবতে হবে । আমরা পরিকাঠামোর দিক থেকে অনেক পিছিয়ে রয়েছি ৷"

আরও পড়ুন:

  1. এশিয়ান কাপে ফলাফলের আশা করা যাবে না, জানালেন দল গঠনে ক্ষুব্ধ স্টিম্যাচ
  2. কাজে এল না স্টিম্যাচের বার্তা, বিশ্বকাপ যোগ্যতা অর্জনের দ্বিতীয় ম্যাচে কাতারের কাছে হার ভারতের

ABOUT THE AUTHOR

...view details