কলকাতা, 25 জুন: শনিবার রাতে নেপালের বিরুদ্ধে ভারতের জয়ের রেশ এখনও টাটকা ফুটবল অনুরাগীদের মননে ৷ রবিবাসরীয় সকালে সেই ফিল গুড আবহেই আসন্ন মরশুমের সবচেয়ে বড় সাইনিংয়ের ঘোষণাটা সেরে ফেলল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ আলবেনিয়ার জাতীয় দলের স্ট্রাইকার আর্মান্দো সাদিকুকে দলে নিয়ে চমক দিল সবুজ-মেরুন।
আলবেনিয়ার 32 বছর বয়সি স্ট্রাইকার সাদিকুর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস ৷ 2016 ইউরো কাপে প্রতিযোগিতায় প্রথম জয় পেয়েছিল দক্ষিণ-পূর্ব ইউরোপের ছোট্ট দেশটি ৷ রোমানিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক সেই জয়ের ম্যাচে একমাত্র গোলটি এসেছিল সাদিকুর হেডে ৷ জাতীয় দলের জার্সিতে 38 ম্যাচে 12 গোল করা আলবেনিয়ার তারকা দু'বছরের চুক্তিতে সবুজ-মেরুন জার্সি পরছেন। বক্সের বাইরে কিংবা ভিতরে নিশানায় অব্যর্থ সাদিকু স্পেনের দ্বিতীয় ডিভিশনে ক্লাব এফসি কার্তাহেনা থেকে এদেশে খেলতে আসছেন। প্রসিদ্ধ স্প্যানিশ ক্লাব লেভান্তে এবং মালাগা-সহ ইউরোপিয়ান ক্লাব ফুটবলে 400 ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন সাদিকু আসায় আসন্ন মরশুমের বাগানের স্ট্রাইকিং ফোর্সে শক্তি যে আরও কয়েকগুণ বাড়ল, তা বলাই বাহুল্য।