পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Durand Cup 2023: দু'বছরের ছেলেকে গোল উৎসর্গ! রবিবার ডার্বি বদলার ম্যাচ, বলছেন সাদিকু - Armando Sadiku

যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ জয় মোহনবাগান ক্লাবের ৷ ডুরান্ড কাপ ফাইনালে ব্যক্তিগতভাবে প্রতিশোধের ম্যাচ হিসেবে দেখছেন স্ট্রাইকার আর্মান্দো সাদিকু। ৷

Etv Bharat
রবিবার ডার্বি বদলার ম্যাচ, বলছেন সাদিকু

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 11:07 PM IST

কলকাতা, 31 অগস্ট: ডার্বি উত্তাপ বাড়িয়ে দিলেন মোহনবাগান সুপার জায়ান্টের আলবেনিয়ান স্ট্রাইকার আর্মান্দো সাদিকু। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়ার বিরুদ্ধে অসাধারণ শটে জয়সূচক গোল করেন সাদিকু। ম্যাচ পরবর্তী সাংবাদিক সন্মেলনে কোচ জুয়ান ফেরান্দোর পাশে বসেন স্ট্রাইকার আর্মান্দো সাদিকু। তিনি জানিয়ে দেন রবিবার ডুরান্ড কাপ ফাইনালে, ডার্বির লড়াইকে ব্যক্তিগতভাবে প্রতিশোধের ম্যাচ হিসেবে দেখছেন তিনি।

ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামতে হয়েছিল প্রথম ম্যাচে। সেই ম্যাচে ভালো না-খেলতে পারার আক্ষেপ রয়েছে তাঁর। সেই ম্যাচের হারের ক্ষতও এখন দগদগে। যা রবিবার গোল করে মেটাতে চান তিনি। এফসি গোয়ার বিরুদ্ধে জয়সূচক গোল করে নায়ক তিনি। জয়ের গোলটি তিনি দু'বছরের ছেলে ভুইসকে উৎসর্গ করছেন।

মোহনবাগান সুপার জায়ান্ট কোচ জুয়ান ফেরান্দো সেমিফাইনালে জয় পাওয়ার চেয়ে ফুটবলারদের বিশ্রাম পাওয়া নিয়ে চিন্তিত। বিশেষ করে ফুটবলারদের রিকভারি তাঁর কাছে গুরুত্বপূর্ণ। এই জয় কঠিন পরিশ্রমের ফসল বলে মনে করেন সবুজ-মেরুন কোচ। তবে সবসময় ফুটবলাররা সেরা ফর্মে থাকে না এটাও বুঝতে হবে। কারণ দু'দিন ব্যবধানে ম্যাচ খেলতে হচ্ছে। তবে ডার্বির প্রস্তুতির চেয়েও ফুটবলারদের রিকভারি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। তাই প্রতিপক্ষ নিয়ে চিন্তা করার চেয়ে নিজের দল নিয়ে চিন্তিত ফেরান্দো।

আরও পড়ুন: গোয়া ‘বধ’ বাগানের, 19 বছর পর ডুরান্ড ফাইনালে ডার্বি

অন্যদিকে, হারের পরে রেফারিকে দুষলেন এফসি গোয়া কোচ ম্যানুয়েল মার্কুয়েজ রোকা। তিনি জানিয়েছেন, ভারতীয় ফুটবলে এই ধরনের রেফারিংয়ের সঙ্গে মানিয়ে নিতে হবে। রেফারিং নিয়ে তাই বলার কিছু নেই। কলকাতার ফুটবল প্রেমীদের শুভেচ্ছা ৷ তারা রবিবার ফুটবলের আনন্দ নেবেন। মোহনবাগান সুপারজায়ান্টের পেনাল্টি পাওয়া নিয়ে এভাবেই কটাক্ষ এফসি গোয়া কোচ ম্যানুয়েল মার্কোয়েজ। এদিকে চার বিদেশিকে নিয়ে ম্যাচ দেখে গেলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত।

আরও পড়ুন:দু'গোলে পিছিয়ে পড়ে স্মরণীয় প্রত্যাবর্তন, টাইব্রেকারে জিতে 19 বছর পর ডুরান্ড ফাইনালে লাল-হলুদ

ABOUT THE AUTHOR

...view details