কলকাতা, 31 অগস্ট: ডার্বি উত্তাপ বাড়িয়ে দিলেন মোহনবাগান সুপার জায়ান্টের আলবেনিয়ান স্ট্রাইকার আর্মান্দো সাদিকু। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়ার বিরুদ্ধে অসাধারণ শটে জয়সূচক গোল করেন সাদিকু। ম্যাচ পরবর্তী সাংবাদিক সন্মেলনে কোচ জুয়ান ফেরান্দোর পাশে বসেন স্ট্রাইকার আর্মান্দো সাদিকু। তিনি জানিয়ে দেন রবিবার ডুরান্ড কাপ ফাইনালে, ডার্বির লড়াইকে ব্যক্তিগতভাবে প্রতিশোধের ম্যাচ হিসেবে দেখছেন তিনি।
ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামতে হয়েছিল প্রথম ম্যাচে। সেই ম্যাচে ভালো না-খেলতে পারার আক্ষেপ রয়েছে তাঁর। সেই ম্যাচের হারের ক্ষতও এখন দগদগে। যা রবিবার গোল করে মেটাতে চান তিনি। এফসি গোয়ার বিরুদ্ধে জয়সূচক গোল করে নায়ক তিনি। জয়ের গোলটি তিনি দু'বছরের ছেলে ভুইসকে উৎসর্গ করছেন।
মোহনবাগান সুপার জায়ান্ট কোচ জুয়ান ফেরান্দো সেমিফাইনালে জয় পাওয়ার চেয়ে ফুটবলারদের বিশ্রাম পাওয়া নিয়ে চিন্তিত। বিশেষ করে ফুটবলারদের রিকভারি তাঁর কাছে গুরুত্বপূর্ণ। এই জয় কঠিন পরিশ্রমের ফসল বলে মনে করেন সবুজ-মেরুন কোচ। তবে সবসময় ফুটবলাররা সেরা ফর্মে থাকে না এটাও বুঝতে হবে। কারণ দু'দিন ব্যবধানে ম্যাচ খেলতে হচ্ছে। তবে ডার্বির প্রস্তুতির চেয়েও ফুটবলারদের রিকভারি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। তাই প্রতিপক্ষ নিয়ে চিন্তা করার চেয়ে নিজের দল নিয়ে চিন্তিত ফেরান্দো।