দিল্লি, 7 সেপ্টেম্বর : কোরোনায় আক্রান্ত আরও এক কুস্তিগীর । ধরা পড়ল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সোনিপত সেন্টারেই । অর্জুন পুরস্কারপ্রাপ্ত কুস্তিগীর রাহুল আওয়ারের কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে । তাঁকে SAI-র এক হাসপাতালে ভরতি করা হয়েছে ।
ন্যাশানাল ক্যাম্পের জন্য সোনিপতের সেন্টারে এসেছিলেন রাহুল আওয়ারে । ছিলেন কোয়ারানটিনেই । কোরোনার নির্দেশিকা মেনেই তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় । রিপোর্ট পজ়িটিভ আসে । তাঁকে ভরতি করা হয়েছে SAI-রই একটি হাসপাতালে । সেখানে তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা । গতকাল তাঁর কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানায় SAI । কর্তৃপক্ষের তরফে জানানো হয়, তিনি সেন্টারে আসা থেকেই কোয়ারানটিনে ছিলেন । অন্য কোনও খেলোয়াড়ের সংস্পর্শে তিনি আসেননি ।