পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Messi on Verge of 100 International Goals: 100 আন্তর্জাতিক গোলের সন্ধিক্ষণে ফুটবলের মানস-পুত্র মেসি

একশো আন্তর্জাতিক গোলের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আর্জেন্তাইন মহাতারকা লিওনেল মেসি ৷ ভারতে বুধবার ভোর 5টায় কুরাসাওয়ের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলতে নামবে আর্জেন্তিনা ৷ সেই ম্যাচে মেসির সামনে 100 গোল করার সুযোগ রয়েছে (Messi on Verge of 100 International Goals) ৷

Messi in Verge of 100 International Goals ETV BHARAT
Messi in Verge of 100 International Goals

By

Published : Mar 28, 2023, 12:32 PM IST

Updated : Mar 28, 2023, 1:50 PM IST

সান্তিয়াগো দেল এস্তেরো (আর্জেন্তিনা), 28 মার্চ: আর মাত্র 1 গোল ৷ তার পরেই তৃতীয় ফুটবলার হিসেবে একশো আন্তর্জাতিক গোলের রেকর্ড স্পর্শ করবেন আর্জেন্তাইন মহাতারকা লিওনেল মেসি ৷ ভারতীয় সময় বুধবার ভোরে কুরাসাওয়ের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলতে নামবে আর্জেন্তিনা ৷ যে ম্যাচের আগে একশো আন্তর্জাতিক গোলের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন তিনি (Lionel Messi is on Verge of 100 International Goals) ৷ এই মুহূর্তে 99 আন্তর্জাতিক গোল রয়েছে মেসির ঝুলিতে ৷ বুধবারের ম্যাচে একশোর গোলের মাইলস্টোনকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে ৷

বিশ্বকাপ, কোপা আমেরিকা, বিশ্বকাপ কোয়ালিফিকেশন এবং ফিফা ফ্রেন্ডলি মিলিয়ে আর্জেন্তিনার জার্সিতে মোট 172টি ম্যাচ খেলেছেন মেসি ৷ এই 172 ম্যাচে মেসি 99 গোল করেছেন ৷ যার মধ্যে বিশ্বকাপে 26 ম্যাচে 13টি গোল রয়েছে এলএম10-এর ৷ কোপা আমেরিকায় 34 ম্যাচে 13টি গোল করেছেন তিনি ৷ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মোট 60 ম্যাচ খেলে 28 গোল রয়েছে আর্জেন্তাইন মহাতারকার ৷ আর ফিফা ফ্রেন্ডলিতে 51 ম্যাচ খেলে মোট 45টি গোল করেছেন লিও মেসি ৷ একটি ম্যাচ তিনি খেলেছেন ফাইনালিসিমায় ৷ সেখানে কোনও করেননি তিনি ৷

আন্তর্জাতিক ফুটবলে বলিভিয়া মেসির জন্য সবচেয়ে পয়া দেশ ৷ বলিভিয়ার বিরুদ্ধে লিও মেসি সর্বাধিক 8 গোল করেছেন ৷ এই তালিকায় দ্বিতীয়স্থানে আছে ইকুয়েডর ও উরুগুয়ে 6 গোল ৷ ব্রাজিল, চিলি, এস্তোনিয়া, প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার বিরুদ্ধে 5টি করে গোল করেছেন মেসি ৷ মেক্সিকো ও পানামার বিরুদ্ধে 4টি গোল করেছেন ৷ আর গুয়াতেমালা, হাইতি, নাইজেরিয়া, কলম্বিয়া এবং সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে 3টি করে গোল রয়েছে লিওনেল মেসির ঝুলিতে ৷

আর্জেন্তিনার জার্সিতে মোট 8 বার হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি ৷ সেই তালিকায় রয়েছে, সুইৎজারল্যান্ড, ব্রাজিল, গুয়াতেমালা, পানামা, ইকুয়েডর, হাইতি, বলিভিয়া এবং এস্তোনিয়া ৷ প্রথম 7 দেশের বিরুদ্ধে 3টি করে গোল করেছেন মেসি ৷ তবে, এস্তোনিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিকের পাশাপাশি, মোট 5টি গোল করেছেন লিও ৷

নিজের মোমের মূর্তির সঙ্গে বিশ্বকাপ ট্রফি হাতে দাঁড়িয়ে লিও মেসি

2006 সালে বিশ্বকাপে অভিষেক হয় মেসির ৷ সেবার কিংবদন্তুি দিয়েগো মারাদোনার কোচিংয়ে বিশ্বকাপ খেলতে নেমেছিল আর্জেন্তিনা ৷ তবে, প্রথম বিশ্বকাপ খুব একটা সুখের হয়নি মেসির ৷ গ্রুপ পর্যায় থেকেই বিদায় নেয় আর্জেন্তিনা ৷ মেসির গোল সংখ্যা ছিল মাত্র 1 ৷ এরপর 2010 বিশ্বকাপে 5 ম্যাচ কোনও গোল পাননি তিনি ৷ ততদিনে বিশ্ব ফুটবলে তারকার খেতাব জিতে নিয়েছিলেন মেসি ৷ কিন্তু, কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল আর্জেন্তিনা ৷

আরও পড়ুন:কেরিয়ারের 800তম গোল, মেসি ম্যানিয়ায় ভাসল 'লা অ্যালবিসেলেস্তে'

2014 ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে জার্মানির বিরুদ্ধে 1-0 গোলে হারে আর্জেন্তাইনরা ৷ মেসি সেবার মোট 4 গোল করেছিলেন ৷ তবে, 2018 রাশিয়া বিশ্বকাপে ফের ছন্দপতন ৷ প্রি-কোয়ার্টার থেকেই বিদায় নেয় আর্জেন্তিনা ৷ মেসির ঝুলিতে মাত্র 1 গোল ৷ তবে, ফুটবল দেবতার তাঁর প্রিয় সন্তানের জন্য অন্য কিছু ভেবে রেখেছিলেন গত বিশ্বকাপে ৷ 2022 কাতার বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্তিনা শুধু বিশ্বসেরাই হয়নি ৷ 7 ম্যাচে 7 গোল করেন তিনি ৷ এবার মেসির সামনে আরও একটি রেকর্ডের হাতছানি ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং আলি দেইয়ির পর, তৃতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক স্তরে 100 গোল করার সুযোগ মেসির সামনে ৷

Last Updated : Mar 28, 2023, 1:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details