সান্তিয়াগো দেল এস্তেরো (আর্জেন্তিনা), 28 মার্চ: আর মাত্র 1 গোল ৷ তার পরেই তৃতীয় ফুটবলার হিসেবে একশো আন্তর্জাতিক গোলের রেকর্ড স্পর্শ করবেন আর্জেন্তাইন মহাতারকা লিওনেল মেসি ৷ ভারতীয় সময় বুধবার ভোরে কুরাসাওয়ের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলতে নামবে আর্জেন্তিনা ৷ যে ম্যাচের আগে একশো আন্তর্জাতিক গোলের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন তিনি (Lionel Messi is on Verge of 100 International Goals) ৷ এই মুহূর্তে 99 আন্তর্জাতিক গোল রয়েছে মেসির ঝুলিতে ৷ বুধবারের ম্যাচে একশোর গোলের মাইলস্টোনকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে ৷
বিশ্বকাপ, কোপা আমেরিকা, বিশ্বকাপ কোয়ালিফিকেশন এবং ফিফা ফ্রেন্ডলি মিলিয়ে আর্জেন্তিনার জার্সিতে মোট 172টি ম্যাচ খেলেছেন মেসি ৷ এই 172 ম্যাচে মেসি 99 গোল করেছেন ৷ যার মধ্যে বিশ্বকাপে 26 ম্যাচে 13টি গোল রয়েছে এলএম10-এর ৷ কোপা আমেরিকায় 34 ম্যাচে 13টি গোল করেছেন তিনি ৷ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মোট 60 ম্যাচ খেলে 28 গোল রয়েছে আর্জেন্তাইন মহাতারকার ৷ আর ফিফা ফ্রেন্ডলিতে 51 ম্যাচ খেলে মোট 45টি গোল করেছেন লিও মেসি ৷ একটি ম্যাচ তিনি খেলেছেন ফাইনালিসিমায় ৷ সেখানে কোনও করেননি তিনি ৷
আন্তর্জাতিক ফুটবলে বলিভিয়া মেসির জন্য সবচেয়ে পয়া দেশ ৷ বলিভিয়ার বিরুদ্ধে লিও মেসি সর্বাধিক 8 গোল করেছেন ৷ এই তালিকায় দ্বিতীয়স্থানে আছে ইকুয়েডর ও উরুগুয়ে 6 গোল ৷ ব্রাজিল, চিলি, এস্তোনিয়া, প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার বিরুদ্ধে 5টি করে গোল করেছেন মেসি ৷ মেক্সিকো ও পানামার বিরুদ্ধে 4টি গোল করেছেন ৷ আর গুয়াতেমালা, হাইতি, নাইজেরিয়া, কলম্বিয়া এবং সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে 3টি করে গোল রয়েছে লিওনেল মেসির ঝুলিতে ৷