লুসেইল, 19 ডিসেম্বর:আট বছর পরে শাপমোচন । রিওর মাটিতে যা হয়নি কাতারে তার পূর্ণতা । বৃত্ত পূর্ণ হল লিওনেল মেসির । 2022 ফুটবল বিশ্বকাপের রং নীল-সাদা । বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে চূর্ণ করে নতুন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা । নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে ম্যাচের ফল 3-3 । টাইব্রেকারে ম্যাচের ফল আর্জেন্তিনার পক্ষে ফল 4-2 । 36 বছর পরে সোনার কাপ ফিরল দিয়েগোর দেশে (Argentina win FIFA World Cup 2022) ।
এই মায়াবী চাঁদের রাতে:
পরাজয়ের গ্লানি থেকে সাফল্যের উত্তরণ । হারিয়ে যাওয়ার আতঙ্ক থেকে সিংহাসনে অবতরণ । আর্জেন্তিনা দেখালো ফুটবল কৌলিন্যে তারা প্রথম সারিতেই । 1978, 1986-এর পরে 2022 । আর্জেন্তিনার এই বিশ্বকাপ জয় এক মহাকাব্যিক রূপকথার সোনালি সমাপ্তি । খাতায় কলমে ফ্রান্স এবং আর্জেন্তিনার তুলনায় প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা এগিয়ে । তবুও একটা 'কিন্তু' লিখতে হচ্ছিল লিয়োনেল মেসি নামক জাদুকরের উপস্থিতির কারণে । প্রতিপক্ষ যার দাপটের সামনে ধারে-ভারে এগিয়ে থেকেও সাহসী হতে ভয় পায় । 'মেসিফোবিয়া'ই তুলি-কলার দেশকে স্বচ্ছন্দ হতে দেয়নি । আর অধিনায়কের উপস্থিতিকে কাজে লাগিয়ে বিশ্বকাপ ফাইনালের বাজিগর অ্যাঞ্জেলো দি মারিয়া । তাঁর বাঁ-পায়ের স্কিল মনোহারিনী । কিন্তু মেসির আলোয় তা চিরকালই আড়ালে । ফাইনালে সেই লুকিয়ে থাকা স্কিলেই রূপোর দেশে সোনার কাপ ।