বুয়েনস আইরস, 20 ডিসেম্বর: 36 বছরের জমানো আবেগ, তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন ৷ বারংবার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর যখন সেই স্বপ্ন সাফল্য হয়ে ধরা দেয়, তখন আবেগের বাঁধ তো ভাঙবেই ৷ লিওনেল মেসি কাঙ্খিত বিশ্বজয়ের ট্রফি নিয়ে দেশে ফিরতে ঠিক সেই ছবিটাই ধরা পড়ল আর্জেন্তিনার রাজধানী শহর বুয়েনস আইরসের রাস্তায় (Argentina returned home to Buenos Aires on Tuesday) ৷ লা-আলবিসেলেস্তে যখন বিশ্বকাপ জিতে দেশে ফিরল তখন স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত ৷ তাতে কী? লিওর হাতে সোনায় মোড়া ট্রফি দেখতে আর্জেন্তিনার সব পথ এসে যেন মিশল বুয়েনস আইরসের বিমানবন্দরের রাস্তায় ৷
বিশেষ বিমানের দরজা খুলতেই প্রথমে বেরিয়ে এলেন দুই লিওনেল ৷ একজন মেসি (Lionel Messi) আর দ্বিতীয়জন স্কালোনি (Lionel Scaloni) ৷ 'সেনাপতি' মেসি জনসমুদ্র দেখে ট্রফি উঁচিয়ে ধরতেই আবেগের জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল আর্জেন্তিনার রাজধানী ৷ এরপর একে একে বেরিয়ে এলেন তাঁর সেনানীরা, মিশে গেলেন জনসমুদ্রে ৷