লুসালি, 22 নভেম্বর: খেলা শুরুর 10 মিনিটের মধ্যেই গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দিয়েছিলেন লিও মেসি । সেখান থেকে 'দুর্বল' সৌদি আরবের বিরুদ্ধে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করল লা আলবেসেলেস্তা (Argentina lost to Saudi Arabia) । পাঁচ মিনিটের ঝড়ে অঘটন ঘটিয়ে আরব্যরজনী লিখলেন আলশেহরি, আলদাওশারিরা ।
আরবের রক্ষণে আটকে গেলেন মেসি, দি মারিয়া, দে পল'রা । পাহাড়ের মতো তিনকাঠি আগলালেন গোলরক্ষক মহম্মদ আলওয়াইসি । গোল করলেন সালেহ আলশেহরি, সালেম আলদাওশারিরা । দুরন্ত লড়াইয়ে লা ফাইনালিসিমা জয়ীদের হারিয়ে দিল সৌদি (Argentina in FIFA World Cup 2022) ।
1990 বিশ্বকাপের প্রথম ম্যাচেই ক্যামেরুনের কাছে হেরেছিল নীল-সাদা ব্রিগেড । সেবার মারাদোনার দৌলতে ফাইনালে পৌঁছেছিল লাতিন আমেরিকার জায়ান্টরা । তারপর থেকে বিশ্বকাপে প্রথম ম্যাচে হারতে হয়নি আর্জেন্তিনাকে । গত বিশ্বকাপের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে ড্র করেছিলেন মেসিরা । শেষ পর্যন্ত ফ্রান্সের কাছে হেরে শেষ ষোলো থেকে ছিটকে যেতে হয় জর্জ সাম্পাউলির ছেলেদের ।
আরও পড়ুন: প্রযুক্তির কাছে হার আর্জেন্তিনার, ভিএআর-এ পাকড়াও মেসি-মার্তিনেজের অফসাইড গোল
কাতারে নিজেদের ফেভারিট হিসেবে রাখেননি লিও । যদিও কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, মেসির জন্যই বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ঝাঁপাবে আর্জেন্তিনা । যদিও এদিন মেসি গোল পেলেও জয় পেল না 2014 সালের রানার-আপ'রা ।