পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA World Cup 2022: ভরসা দিল মেসির পা, স্বপ্ন দেখা শুরু আর্জেন্তিনার - ভরসা দিল মেসির পা

কাতারে আবারও মেসি-ম্যাজিক দেখা গেল। প্রথম ম্যাচে দল হারলেও গোল করেছিলেন । আর এদিন মরণ বাঁচন ম্যাচে দলের হয়ে প্রথম গোল করলেন তিনিই । 2-0 গোলে মেক্সিকোকে হারাল আর্জেন্তিনা (Messi Scored against Mexico)।

ভরসা দিল মেসির পা
স্বপ্ন দেখা শুরু আর্জেন্তিনার

By

Published : Nov 27, 2022, 8:03 AM IST

Updated : Nov 27, 2022, 4:04 PM IST

দোহা, 27 নভেম্বর:চ্যাম্পিনয়রা এভাবেই জ্বলে ওঠেন। চ্যাম্পিয়নরা এভাবেই আদর্শের প্রতি শ্রদ্ধা জানান। সারা বিশ্ব আর্জেন্তিনার বিশ্বকাপে টিকে থাকার ব্যাপারে সন্দিহান ছিল। লিও মেসি অঘটনের দ্বিতীয় ধাক্কায় পড়বেন কি না তা নিয়ে জল্পনায় ব্যস্ত ছিলেন অনেকেই। ঠিত তখনই স্বমহিমায় ফিরে এলেন এলএম টেন। গোল করে এবং করিয়ে তিনিই ম্যাচের নায়ক। দু'দিন আগে ছিল দিয়াগো মারাদোনার দ্বিতীয় প্রয়াণ দিবস । আদর্শকে শ্রদ্ধা জানাতে দেশের জন্য জয় তুলে নিয়ে আসাই ছিল সেরা উপায়। মেসি সেটাই করলেন। বুঝিয়ে দিলেন জীবনের শেষ বিশ্বকাপে নিজের সেরাটা না দিয়ে কাতার ছাড়বেন না (Messi Scored against Mexico)।

কাতারে আবারও মেসি ম্যাজিক দেখা গেল (Football World Witnessed Messi Magic Against Mexico)। প্রথম ম্যাচে দল হারলেও গোল করেছিলেন । আর এদিন মরণ বাঁচন ম্যাচে দলের হয়ে প্রথম গোল করলেন তিনিই । 2-0 গোলে মেক্সিকোকে হারাল আর্জেন্তিনা। প্রথমার্ধে মেসিরা সেভাবে দাগ কাটতে পারেননি। বিরতির অব্যবহিত পরেও ছবিটা বিশেষ বদলে যায়নি। সমর্থকদের মন যখন একটু একটু করে আশঙ্কার কাছে বশ্যতা স্বীকার করে নিচ্ছে ঠিক তখন জ্বলে উঠলেন মেসি । 68 মিনিটে প্রথম গোল মেসির।

প্রথমার্ধে একেবারেও চেনা ছন্দে ছিল না আর্জেন্তিনা। গোলমুখ খুলতে পারেনি মেক্সিকোও। বরং একটা ফ্রিকিক দারুণ দক্ষতার বাঁচান আর্জেন্তাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে খেলায় ফিরে আসতে থাকে আর্জেন্তিনা। আক্রমণ তুলে আনলেও কাজের কাজ হচ্ছিল না। আর্জেন্তিনার সমর্থকরা যখন উৎকণ্ঠার প্রহর গোনা শুরু করে দিয়েছেন ঠিক সেই সময়ই গোল করলেন মেসি। 68 মিনিটে দি মারিয়ার পাস থেকে বল কিছুটা ফাঁকায় পেয়ে যান মেসি। সেখান থেকেই অসাধারণ প্লেসমেন্টে বল জালে জড়িয়ে দেন । বিশ্বকাপে এই গোল করে মারাদোনাকে ছুঁয়ে ফেললেন এই মহাতারকা।

দ্বিতীয় গোল এনসো ফের্নান্দেসের। এবারও মেসির পা জ্বলে উঠল। 87 মিনিটে আর্জেন্তিনার হয়ে এল দ্বিতীয় গোল । দারুণ শটে ওচোয়াকে বোকা বানান ফের্নান্দেস। তবে গোলের বল সাজিয়ে দেন সেই মেসি। দুই গোল পেয়ে যাওয়ায় জিততে সমস্যা হয়নি আর্জেন্তিনার। জিতলেও প্রতিপক্ষকে দলগতভাবে উড়িয়ে দিয়েছে আর্জেন্তিনা সেটা বলা যাবে না। বরং প্রতিপক্ষের চক্রব্যুহ ভাঙতে সমস্যায় পড়তে হয়েছে। সামনেই পোল্যান্ড ম্যাচ। তার আগে আক্রমণ বিভাগ নিয়ে ভাবতেই হবে মেসিদের ।

আরও পড়ুন: ডেনমার্কের বিরুদ্ধে জোড়া গোল করে নায়ক এমবাপে

Last Updated : Nov 27, 2022, 4:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details