পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

উত্তপ্ত মারাকানায় ফের ব্রাজিল 'বধ', তিন দশক আগের ইতিহাস ফেরালেন মেসিরা - ব্রাজিল

Argentina beat Brazil: নিকোলাস ওটামেন্ডির দুরন্ত হেডে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে দিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা । 33 বছর পর টানা প্রতিযোগিতামূলক ম্যাচে আর্জেন্তিনার কাছে হারল ব্রাজিল । এর আগে 18 জুলাই, 1991 সালে কোপা আমেরিকার গ্রুপ পর্বে ব্রাজিল 2-3 গোলে আর্জেন্তিনার কাছে হেরে যায় । তার আগে 1990 সালে বিশ্বকাপের শেষ ষোলোয় 1-0 হেরেছিল সেলেকাওরা ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 8:43 AM IST

Updated : Nov 22, 2023, 10:06 AM IST

রিও ডি জেনেইরো, 22 নভেম্বর: 'শেষ ভালো যার, সব ভালো তাঁর ।' জনপ্রিয় এই বাংলা প্রবাদই যেন চাক্ষুষ করল ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম । 2021 সালে রিও শহরের মারাকানা স্টেডিয়ানে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্তিনা ৷ সেলেকাওদের ডেরায় গিয়ে ব্রাজিল 'বধ' করেছিলেন লিও মেসিরা । দু'বছর পর ঐতিহাসিক স্টেডিয়ামেই ফিরেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই । নিকোলাস ওটামেন্ডির দুরন্ত হেডে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে দিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ।

লাতিন আমেরিকার 2026 বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই ফুটবল জায়ান্ট । যদিও ম্যাচের শুরুটা যথেষ্ট অপ্রত্যাশিত । বল গড়ানোর আগেই শুরু হয় দু'দলের সমর্থকদের হাতাহাতি । ফলে কিক অফের আগেই মাঠ থেকে বেরিয়ে যায় 'মেসি অ্যান্ড কোং' । শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্বে আসে । ফলে নির্দিষ্ট সময়ের আধঘণ্টা পরে শুরু হয় খেলা ।

তবে দর্শকদের হাতাহাতি মাঠেও অ্যাড্রিনালিন রাশে অনুঘটকের কাজ করে । ফলে 90 মিনিটে ফাউল হল 42টি । 26টি ফাউল করল ব্রাজিল, 16টি করল আর্জেন্তিনা । ফলে মাঝেমধ্যেই খেলা বন্ধ রাখতে হল রেফারিকে । যদিও কড়া হাতে দু'দলকে শাসন করলেন তিনি । 81 মিনিটের মাথায় লালকার্ড দেখিয়ে বের করে দিলেন ব্রাজিলের জোয়েসিংটনকে । না-হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত । পরিসংখ্যান বলছে, গোটা ম্যাচে সেয়ানে সেয়ানে কোলাকুলি দেখেছে মারাকানার দর্শকরা । যদিও মিডফিল্ড জেনারেলের হেডে শেষ হাসি হাসল বিশ্বচ্যাম্পিয়নরাই । এই হারের পরে কনমেবল গ্রুপে ছ'নম্বরে নেমে গেল ব্রাজিল । আর্জেন্তিনা রইল এক নম্বরেই ।

সব খেলার সেরা তুমি ফুটবল ! মেসির ছবি হাতে ব্রাজিল ভক্ত

এই হারে 33 বছর পর টানা প্রতিযোগিতামূলক ম্যাচে আর্জেন্তিনার কাছে হারল ব্রাজিল । এর আগে শেষবার 18 জুলাই, 1991 সালে কোপা আমেরিকার গ্রুপ পর্বে ব্রাজিল 2-3 গোলে আর্জেন্তিনার কাছে হেরে যায় । তার আগে 1990 সালে বিশ্বকাপের শেষ ষোলোয় 1-0 হেরেছিল সেলেকাওরা । তিন দশক পর শত্রুর ডেরায় গিয়ে ইতিহাস ফেরাল লা আলবিসেলেস্তে ।

আরও পড়ুন:

Last Updated : Nov 22, 2023, 10:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details