রাঁচি, 1 জুলাই : বাঙালি তিরন্দাজ অতনু দাসের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন দীপিকা কুমারী ৷ লকডাউনের মধ্যেই চারহাত এক হল দেশের এই তারকা তিরন্দাজ জুটির ৷ মঙ্গলবার রাঁচিতে বসেছিল বিয়ের আসর ৷ সরকারের দেওয়া COVID-19 নির্দেশিকা মেনেই করা হয়েছিল বিয়ের আয়োজন ৷ নবদম্পতিকে মাস্ক পরতে দেখা গেছে ৷
গাঁটছড়া বাঁধলেন দেশের তারকা তিরন্দাজ জুটি - তিরন্দাজ দীপিকা কুমারী
লকডাউনের মধ্যেই বিয়ে সারলেন দেশের তারকা তিরন্দাজ জুটি অতনু দাস ও দীপিকা কুমারী ৷
কোরোনা মহামারী অনেক কিছু বদলে দিয়েছে ৷ বিয়ের আসরে এখন আর আগের মতো লোকজনের ভিড় দেখা যাচ্ছে না ৷ দীপিকা-অতনুর বিয়েতেও সেরকমই ছবি দেখা গেল। মাত্ফুর 60 জন অতিথির উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়েছে ৷ ফুচকা, চাটের স্টলের পরিবর্তে ছিল স্যানিটাইজ়ার স্ট্যান্ড ৷ রাখা হয়েছিল মাস্কের ব্যবস্থা ৷ উপহারের জন্য রাখা ছিল আলাদা বাক্স ৷ সামাজিক দূরত্ব মেনে সাতপাক ঘুরেছেন দীপিকা-অতনু ৷ নবদম্পতিকে আশীর্বাদ দিতে পৌঁছান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সহ একাধিক নামী ব্যক্তিত্ব ৷
26 বছরের দীপিকা বিশ্বের প্রাক্তন একনম্বর তিরন্দাজ ৷ 2010 কমনওয়েলথে সোনাজয়ী দীপিকা আর্চারি বিশ্বকাপেও সোনা জয়ের কৃতিত্ব গড়েছেন ৷ অর্জুন ও পদ্মশ্রীপ্রাপ্ত দীপিকা দীর্ঘদিন ধরে বাঙালি তিরন্দাজ অতনু দাসের সঙ্গে সম্পর্কে রয়েছেন ৷ চলতি বছরে টোকিয়ো অলিম্পিকের পর বিয়ে করার পরিকল্পনা ছিল দু'জনের ৷ কোরোনার কারণে অলিম্পিক স্থগিত হয়ে গেছে ৷ খেলাধুলোও বন্ধ ৷ তাই এই ফাঁকে বিয়েটা সেরে ফেললেন দুজনে ৷