হ্যাংঝাউ, 27 অক্টোবর:মহাভারত-এগুরুদক্ষিণা হিসাবে দ্রোনাচার্য চেয়েছিলেন একলব্যের বুড়ো আঙুল ৷ শ্রেষ্ঠ ধর্নুবিদ হাসতে হাসতে পালন করেছিলেন গুরুর আদেশ ৷ তাঁর সেই আত্মত্যাগের কাহিনি শুধু মহাকাব্যের পাতায় নয় আজও রয়ে গিয়েছে সকলের অন্তরের অন্তঃস্থলে ৷ কিন্তু দু'টো হাতই যদি না থাকে তাহলেও কি তিরন্দাজিতে লক্ষ্যভেদ করা যায়? যায় ৷ আর এশিয়ান প্যারা গেমসে তারই প্রমাণ দিলেন শীতল দেবী ৷ শুক্রবার হ্য়াংঝাউতে পদক জিতলেন ভারতের এই সোনার মেয়ে ৷ পা দিয়ে তীর গাঁথলেন বুলস আই-তে ৷
আর সোনা জেতার পর হাজার হাজার অনুরাগীর উদ্দেশে বললেন, "যদি আমি পারি আপনিও পারবেন ৷" শীতল দেবী এদিন হারিয়ে দিলেন সিঙ্গাপুরের আলিম নুর সাহিদাকে ৷ কমপাউন্ড ওপেন ইভেন্টে (ব্যক্তিগত) 144-142 স্কোরে আলিমকে পরাজিত করেন তিনি ৷ এর আগেও এশিয়ান প্যারা গেমসে দু'টি পদক জয় করেছেন জম্মু কাশ্মীরের এই ক্রীড়াবিদ ৷
হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে তাঁর একের পর লক্ষ্যভেদী বাণ শীতলকে এনে দিল জয়ের শিরোপা ৷ প্রথম তিন সেটেই এগিয়ে ছিলেন তিনি ৷ আলিম এদিন দু'টো তীর সঠিক লক্ষ্যে ছুঁড়তে ব্যর্থ হলেও শীতল ব্যর্থ হননি ৷ আর তার জেরেই পদকের হ্য়াটট্রিক করলেন তিনি ৷ চলতি সপ্তাহে এর আগেই শীতল সোনা জিতে নেন কমপাউন্ড মিক্সড টিম ইভেন্টে ৷ এরপর ওমেন ডাবলস-এও রূপো আসে তাঁর টিমের হাত ধরে ৷ এদিন সোনা জয়ের পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷
আরও পড়ুন:এশিয়াডের পর এশিয়ান প্যারা গেমসেও পদক জয়ের ইতিহাস গড়ল ভারত
এদিন হ্যাংঝাউতে ভারতের হয়ে পদক জয় করেন আরও বেশ কয়েকজন ক্রীড়াবিদ ৷ জ্যাভলিনে রূপো জেতেন প্যারা অ্যাথলিট প্রদীপ কুমার ৷ পাশাপাশি 1500মিটার-টি38 ফাইনালে সোনা দখল করেন রমন শর্মাও ৷ এছাড়া সোনার পদক জয় করেছেন শার্টলার সুহাস ইয়াথিরাজ (এসএল 4 বিভাগে) এবং প্রমোদ ভগতও (এসএল 3 বিভাগে) ৷ শুধু সিঙ্গেলসে নয় প্যারা ব্যাডমিন্টনের ডাবলসেও এসেছে সোনা ৷ পদক জিতে নিয়েছেন নীতেশ কুমার ও তরুণ ৷