কলকাতা, 3 জানুয়ারি: আইএসএল-এর মাঝেই কোচ বদল ৷ সরে গেলেন সবুজ-মেরুনের হেডস্যার জুয়ান ফেরান্দোকে ৷ তার বদলে আনা হল অ্য়ান্তোনিও লোপেজ হাবাসকে ৷ আসন্ন সুপার কাপ থেকেই প্রধান কোচের দায়িত্ব সামলাবেন তিনি। আইএসএল (2022-23 মরশুম) ও এবারের ডুরান্ড কাপ জয়ের জন্য জুয়ান ফেরান্দোকে ধন্যবাদ জানিয়েছে সুপারজায়ান্ট কর্তৃপক্ষ। আইএসএলে শেষ তিন ম্যাচে হারের ধাক্কাতেই এই বদল বলে মনে করা হচ্ছে।
অথচ বুধবার বিকেল থেকেই জুয়ান ফেরান্দোর প্রস্তুতি শুরু করার কথা ছিল । কিন্তু সুপার জায়ান্ট ম্যনেজমেন্টের এই সিদ্ধান্ত চমকপ্রদ । কেন এই পরিবর্তন । কোচের বদলে ফুটবল ডাইরেক্টরের হাতে কেন দায়িত্ব দেওয়া হল? তার কোনও উত্তর সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট দেয়নি । এবছর 70 কোটি টাকা খরচ করে দল গড়েছিল সবুজ মেরুন ।
গতবছরের আইএসএল চ্যাম্পিয়নরা বর্তমানে আইএসএলের পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে । হারের হ্যাটট্রিকে ধাক্কা খেতে হয়েছে । দলে একাধিক চোট আঘাতের সমস্যা । কেন এই সমস্যা সৃষ্টি হল তার ব্যাখ্যা কোচ ফেরান্দো দিতে পারেননি । ডুরান্ড কাপ জিতে মরশুম শুরু করলেও এএফসি কাপে ব্যর্থ । আইএসএল লিগ শিল্ড জয়ের সম্ভাবনা ক্ষীণ । সব মিলিয়ে দলের পারফরম্যান্স নিয়ে ম্যানেজমেন্টের প্রশ্নের সামনে পড়েছিলেন ফেরান্দো। পারফরম্যান্স গ্রাফ নিম্নমুখী হওয়ার জন্য কোচের প্রাথমিক ব্যাখ্যায় সন্তুষ্ট হলেও আদতে তারা তা মানতে পারেনি কর্তৃপক্ষ ৷