পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হারের হ্যাটট্রিক হতেই সরলেন ফেরান্দো, পুরনো হাবাসই ভরসা বাগানের

MBSG Part Ways with Juan Ferrando : মোহনবাগান সুপারজায়ান্টের চিফ কোচ বদল হল। সরে দাঁড়ালেন জুয়ান ফেরান্দো। তাঁর জায়গায় সবুজ-মেরুনের দায়িত্ব নিচ্ছেন অ্য়ান্তনিও লোপেজ হাবাস।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 3:31 PM IST

Updated : Jan 3, 2024, 4:03 PM IST

কলকাতা, 3 জানুয়ারি: আইএসএল-এর মাঝেই কোচ বদল ৷ সরে গেলেন সবুজ-মেরুনের হেডস্যার জুয়ান ফেরান্দোকে ৷ তার বদলে আনা হল অ্য়ান্তোনিও লোপেজ হাবাসকে ৷ আসন্ন সুপার কাপ থেকেই প্রধান কোচের দায়িত্ব সামলাবেন তিনি। আইএসএল (2022-23 মরশুম) ও এবারের ডুরান্ড কাপ জয়ের জন্য জুয়ান ফেরান্দোকে ধন্যবাদ জানিয়েছে সুপারজায়ান্ট কর্তৃপক্ষ। আইএসএলে শেষ তিন ম্যাচে হারের ধাক্কাতেই এই বদল বলে মনে করা হচ্ছে।

অথচ বুধবার বিকেল থেকেই জুয়ান ফেরান্দোর প্রস্তুতি শুরু করার কথা ছিল । কিন্তু সুপার জায়ান্ট ম্যনেজমেন্টের এই সিদ্ধান্ত চমকপ্রদ । কেন এই পরিবর্তন । কোচের বদলে ফুটবল ডাইরেক্টরের হাতে কেন দায়িত্ব দেওয়া হল? তার কোনও উত্তর সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট দেয়নি । এবছর 70 কোটি টাকা খরচ করে দল গড়েছিল সবুজ মেরুন ।

গতবছরের আইএসএল চ্যাম্পিয়নরা বর্তমানে আইএসএলের পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে । হারের হ্যাটট্রিকে ধাক্কা খেতে হয়েছে । দলে একাধিক চোট আঘাতের সমস্যা । কেন এই সমস্যা সৃষ্টি হল তার ব্যাখ্যা কোচ ফেরান্দো দিতে পারেননি । ডুরান্ড কাপ জিতে মরশুম শুরু করলেও এএফসি কাপে ব্যর্থ । আইএসএল লিগ শিল্ড জয়ের সম্ভাবনা ক্ষীণ । সব মিলিয়ে দলের পারফরম্যান্স নিয়ে ম্যানেজমেন্টের প্রশ্নের সামনে পড়েছিলেন ফেরান্দো। পারফরম্যান্স গ্রাফ নিম্নমুখী হওয়ার জন্য কোচের প্রাথমিক ব্যাখ্যায় সন্তুষ্ট হলেও আদতে তারা তা মানতে পারেনি কর্তৃপক্ষ ৷

বুধবার দুপুরের সিদ্ধান্তে সেকথাই প্রমানিত । এই মাসেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল হাবাসের । তিনি ফুটবল ডিরেক্টর । ফলে কেন সিনিয়র দলের এই অবস্থা তা নিয়েও কথা বলার কথা রয়েছে । দু'বছর আগে হাবাসকে সরিয়ে ফেরান্দোকে নিয়ে এসেছিল সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট । সেবার বলা হয়েছিল হাবাসের অনঢ় মনোভাব দলের সাবলীল পারফরম্যান্স মেলে ধরার অন্তরায় । তা ছাড়া রক্ষনাত্মক ফুটবল সাফল্যের পথে বাধা।

এবার ফেরান্দোর বিরুদ্ধে অভিযোগ তিনি নরম সরম। বিকল্প ভেবে রাখেন না। তাই কঠিন পরিস্থিতিতে হাবাসের কড়া মনোভাব প্রয়োজন দলের হাল ধরার জন্য । এক কথায় ইতিহাস ফিরে ফিরে আসে। এখন দেখার দু'বার আইএসএল জেতানো হাবাস ফেরান্দোর ছেড়ে যাওয়া জুতোয় পা ঢুকিয়ে সাফল্য নিয়ে আসতে পারেন কি না ।

আরও পড়ুন:

  1. ফের নাটক কুস্তিতে! এবার ভিনেশ-সাক্ষীদের কাঠগড়ায় তুললেন তরুণরা
  2. বাগানেই থাকছেন পেত্রাতোস, নতুন মিডফিল্ডার আসছে সবুজ-মেরুনে
  3. অ্যাড-হক কমিটি কিংবা সাসপেনশনের কোনও গ্রহণযোগ্যতা নেই, সাফ জানালেন বরখাস্ত সঞ্জয় সিং
Last Updated : Jan 3, 2024, 4:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details