নয়াদিল্লি, 19 জুলাই:গত একবছর ধরে নেই কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ ৷ অথচ ট্রায়াল ছাড়াই এশিয়াডে যাচ্ছেন ভিনেশ ফোগত ৷ যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক ৷ এরইমধ্যে অ্যাড হক কমিটির গৃহীত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেনঅনূর্ধ্ব-20 বিশ্বচ্যাম্পিয়ন অন্তিম পাঙ্ঘাল ৷ বুধবার টুইটে এক ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন একবছর কোনওরকম প্র্যাকটিস ছাড়া কীভাবে এশিয়ান গেমসে সরাসরি সুযোগ পেলেন ৷ অন্তিম এদিন দাবি করেছেন যে, কেবল তিনিই নন, অনেক ভারতীয় কুস্তিগীরই 53 কেজি বিভাগে ভিনেশকে হারিয়ে দিতে পারবেন। তাই উচিত স্বচ্ছ ট্রায়ালের।
বছর ঊনিশ উঠতি কুস্তিগীর অন্তিম আরও দাবি করেন, ভিনেশ প্রায় একবছর ধরে ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে বিক্ষোভে ব্যস্ত ছিলেন ৷ সেই ভিনেশকে সরাসরি সুযোগ করে দেওয়ায় সরাসরি অ্যাডহক কমিটির উপরে তোপ দেগেছেন তিনি। এরপর তিনি বলেন, "আমার কি তবে কুস্তি ছেড়ে দেওয়া উচিত ৷ গতকাল ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি ভিনেশ ফোগতকে 53 কেজি এবং বজরং পুনিয়াকে 65 কেজি বিভাগে সরাসরি এশিয়ান গেমসে অংশগ্রহণের ছাড়পত্র দিয়েছে। অন্যান্য কুস্তিগীরদের মতো তাদের ট্রায়াল দিয়ে এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে হবে না।