পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্ব চ্যাম্পিয়নশিপ : প্রথম ভারতীয় মহিলা হিসেবে জ্যাভলিনের ফাইনালে অন্নু

প্রথম ভারতীয় মহিলা হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের জ্যাভলিনের ফাইনালে উঠলেন অন্নু রানি ৷

অন্নু রানি

By

Published : Oct 1, 2019, 1:34 AM IST

দোহা, 1 অক্টোবর : বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন অন্নু রানি ৷ প্রথম ভারতীয় মহিলা হিসেবে উঠলেন জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে ৷ পাশাপাশি, নতুন জাতীয় রেকর্ডও গড়েছেন 27 বছরের অন্নু ৷

গতকাল দোহাতে যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ A-তে ছিলেন অন্নু ৷ প্রথম রাউন্ডে 57.05 মিটার ছোড়েন তিনি ৷ দ্বিতীয়বার 62.43 মিটার অতিক্রম করে অন্নুর জ্যাভলিন ৷ যা তাঁর ব্যক্তিগত সেরার থেকে 0.9 মিটার বেশি ৷ চলতি বছরের মার্চে পাটিয়ালাতে 62.34 মিটার ছুড়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন অন্নু ৷ গতকাল নিজেরই রেকর্ড ভাঙেন তিনি ৷ পরের রাউন্ডে 60.5 মিটার ছুড়লেও দ্বিতীয় রাউন্ডের সৌজন্যে গ্রুপ A-তে তৃতীয় নম্বর শেষ করেন অন্নু ৷ তাঁর পিছনে ছিলেন এশিয়ান গেমস চ্যাম্পিয়ন লিউ শিয়িং (63.48 মিটার) ও স্লোভেনিয়ার রাতেজ মার্টিনা (62.87 মিটার) ৷

তবে ফাইনালের ছাড়পত্র পাওয়ার জন্য গ্রুপ B-এর দিকে তাকিয়ে থাকতে হচ্ছিল অন্নুকে ৷ দুই গ্রুপ মিলিয়ে যোগ্যতা অর্জন পর্বে পঞ্চম স্থানে শেষ করে ফাইনালের টিকিট কনফার্ম করেন অন্নু ৷ আগামীকাল ফাইনালে এরকম পারফরমেন্স মেলে ধরতে পারলে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে অন্নু পদকও আনতে পারেন বলে বক্তব্য বিশেষজ্ঞদের ৷

ABOUT THE AUTHOR

...view details