হায়দরাবাদ, 29 অক্টোবর: দেশের অ্যাথলেটিকসে প্রতিভাদের খুঁজে বের করার কাজ করতেন মাহিন্দ্র গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা ৷ সাধারণ মানুষের মধ্যে থেকে প্রতিভাদের তুলে এনে জাতীয় স্তরে সুযোগ করে দিতেন ৷ সেই আনন্দ মাহিদ্রা এবার গাড়ি উপহার দেওয়া কথা ঘোষণা করলেন প্যারা তিরন্দাজ শীতল দেবীকে ৷ গতকাল শেষ হওয়া প্যারা এশিয়াডে মেয়েদের তিরন্দাজিতে সোনা জিতেছেন তিনি ৷ দু’টি হাতই নেই শীতল দেবীর ৷ পায়ের সাহায্যে লক্ষ্যভেদ করে প্যারা এশিয়াডে সোনা জিতেছেন এই প্যারা-তিরন্দাজ ৷
তাঁর এই অসামান্য সাফল্যে অনুপ্রাণিত হয়ে, শীতল দেবীকে মাহিন্দ্রা সংস্থার যে কোনও একটি গাড়ি বেছে নেওয়ার অনুরোধ করেছেন আনন্দ মাহিন্দ্রা ৷ সেই মডেলের গাড়িটিকে শীতল দেবীর বিশেষ সুবিধা মতো মডিফাই করে দেওয়া হবে বলেও জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান ৷ উল্লেখ্য, হ্যাংঝাউতে সম্প্রতি শেষ হওয়া প্যারা এশিয়াডে শীতল দেবী তিনটি পদক জিতেছেন ৷ যার মধ্যে দু’টি সোনার পদক এবং একটি রুপো ৷ তিরন্দাজিতে ভারতের হয়ে সবচেয়ে সফল তিনি ৷ তাঁর এই বিশেষ পারফর্ম্যান্সে খুশি হয়ে এই গাড়ি উপহার দেওয়ার কথা ঘোষণা করেন আনন্দ মহিন্দ্রা ৷