আম্মান, 9 মার্চ: অলিম্পিকের টিকিট পাকা করলেন দেশের তারকা বক্সার অমিত পাঙ্গাল ৷ গতকাল এশিয়ান বক্সিং কোয়ালিফায়ার থেকে তিনজন ভারতীয় বক্সার অলিম্পিকের ছাড়পত্র পেয়েছিলেন ৷ সোমবার চতুর্থ বক্সার হিসেবে টোকিয়োর টিকিট নিশ্চিত করলেন অমিত ৷ হরিয়ানার রোহতকের এই বক্সারের কাছে অলিম্পিক পদক আশা করছে দেশবাসী ৷
অলিম্পিকের টিকিট নিশ্চিত অমিত পাঙ্গালের
টোকিয়ো অলিম্পিকে পদক জয়ের ক্ষেত্রে দেশের তারকা বক্সার অমিত পাঙ্গালের উপর দেশবাসীর অগাধ আস্থা ৷ সোমবার এশিয়ান বক্সিং কোয়ালিফায়ারে টোকিয়ো অলিম্পিকের টিকিট নিশ্চিত করলেন অমিত ৷
জর্ডনের আম্মানে সোমবার পুরুষদের 52 কেজির কোয়ার্টার ফাইনালে অমিতের প্রতিপক্ষ ছিলেন ফিলিপিন্সের কার্লো পালাম ৷ প্রতিপক্ষকে 4-1 ব্যবধানে হারিয়ে এশিয়ান বক্সিং কোয়ালিফায়ারের সেমিতে পা রাখেন অমিত ৷ এই জয়ের পদক জয় নিশ্চিত করার পাশাপাশি অলিম্পিক কোটাও জিতে নেন তিনি ৷
বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জেতা প্রথম ভারতীয় বক্সার হলেন অমিত ৷ পরপর দুবছর (2018 এবং 2019) স্ট্রানজাদা কাপে সোনার পদক জেতেন তিনি ৷ 2018 গোল্ডকোস্ট কমনওয়েলথে রুপোজয়ী বক্সার অমিত এবারের অলিম্পিকে দেশের হয়ে পদক জয়ের আশা জোগাচ্ছেন ৷ দেশের এই প্রতিভাবান বক্সার টোকিয়োয় গিয়ে কেমন পারফরমেন্স দেন সেটাই দেখার ৷