মোনাকো, 31 মে : প্রয়াত প্রাক্তন অ্যামেরিকান দৌঁড়বিদ ববি জো মোরো ৷ শনিবার নিজের বাসভবনে 84 বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন 1956 অলিম্পিকে তিনটি স্বর্ণপদক জয়ী অ্যাথলিট ৷ বিশ্ব অ্যাথলেটিক্সের তরফে তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করে ৷
তিনি চার জন অ্যাথলিটদের মধ্যে অন্যতম যাঁরা একই অলিম্পিকে 100 মিটার, 200 মিটার ও 400 মিটারে সোনা জিতেছিলেন ৷ মোরো ছাড়া এই কিতৃত্ব আছে জেসি ওনস, কার্ল লুইস ও উইসেন বোল্টের ৷
1935 সালের অক্টোবরে হারলিংজেনে জন্মগ্রহন করেন তিনি ৷ সান বান্টিয়োতে স্কুল ফুটবল দলে ছিলেন তিনি ৷ কিন্তু পরে দৌঁড়ে মনোনিবেশ করেন ববি মোরো ৷ বিশ্ববিদ্যালয়ের অ্যাথলিট দলের অন্যতম অ্যাথলিট ছিলেন তিনি ৷
1956 সালে মাত্র 20 বছর বয়সে NCAA চ্যাম্পিয়নশিপে 100 মিটার ও 200 মিটার ডবল জেতেন ৷ ওই বছর অলিম্পিকে 100 মিটার দৌড়ে সোনা জেতেন ৷ 200 মিটার দৌড়ে বিশ্বরেকর্ডের সমতুল্য 20.6 সেকেন্ডে সম্পন্ন করেন ৷ এর পর 4X100 মিটারে USA কে সোনা জেতান ৷ তাঁকে ওই বছরই স্পোর্টস ম্যান অফ দা ইয়ার সম্মানে সম্মানিত করা হয় ৷