ম্যাঞ্চেস্টার, 17 অক্টোবর: স্যার অ্যালেক্স ফার্গুসন (Sir Alex Ferguson) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ৷ দু’টি নাম ফুটবল বিশ্ব আজীবন একসঙ্গে মনে করবে ৷ স্পোর্টিং লিসবন ক্লাবে খেলা দুরন্ত ছেলেটাকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মহাসমুদ্রে নিয়ে এসেছিলেন স্যার অ্যালেক্স ৷ বাকিটা ইতিহাস ৷ রবিবার রাতে ওল্ড ট্রাফোর্ডের মাঠে সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডকে ক্লাব ফুটবলে 700 গোল করায় সংবর্ধনা দেওয়া হয় ৷ আর এই বিশেষ কৃতিত্বের সম্মান সিআর সেভেনের হাতে তুলে দিলেন তাঁর গুরু স্যার অ্যালেক্স ফার্গুসন ৷
সেই বিশেষ মুহূর্তের ছবিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ সেই সঙ্গে গুরুকে উদ্দেশ্য করে একটি বার্তাও দিয়েছেন তিনি ৷ সিআর সেভেন লিখেছেন, ‘‘আপনার সঙ্গ সবসময় ভালো লাগে বস (Always Good to be With You Boss) ৷’’ রোনাল্ডোকে 2003 সালে পর্তুগাল ক্লাব স্পোর্টিং লিসবন থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে নিয়ে এসেছিলেন স্যার অ্যালেক্স ৷ 2009 সাল পর্যন্ত ম্যাঞ্চেস্টারে সোনার সময় কাটিয়ে ছিলেন তিনি ৷ স্যার অ্যালেক্সের আরেক প্রিয় ছাত্র ওয়েন রুনির সঙ্গে ম্যান ইউ-তে দাপিয়ে বেড়িয়েছেন ৷