কলকাতা, 24 সেপ্টেম্বর : বহিষ্কৃত অতনু লাহিড়ী । জয়পুরে অনুষ্ঠিত সেন্ট্রাল কাউন্সিলের সভায় জাতীয় দাবা সংস্থার সহ সভাপতিকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়েছে । বাংলার দাবা সংস্থার এই কর্তার বিরুদ্ধে নথি পাচার, জালিয়াতি, সংস্থার বিরোধী কার্যকলাপ এবং আর্থিক তছরুপের অভিযোগ ছিল । এই বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু অতনু লাহিড়ী দেওয়া উত্তরে খুশি নয় দাবা সংস্থা । তার পরেই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় ।
ভারতীয় দাবা সংস্থায় বেনিয়ম চলছে, এই অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছিলেন অতনু লাহিড়ী । তাঁর অভিযোগ, কর্তাদের বেনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করাতেই এই সাসপেনশনেরপ মুখে পড়তে হয়েছে তাঁকে ৷ নিজের সাসপেনশনের প্রতিক্রিয়ায় অতনু লাহিড়ি বলেছেন, "আমি এই নির্বাসনের শাস্তিকে পাত্তা দিচ্ছি না । গত দুই মাস ধরেই নির্বাসিত হওয়ার খবরের অপেক্ষায় ছিলাম । আসলে আমি জাতীয় দাবা সংস্থার কর্তা ব্যক্তিদের বেনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছি । তারা দিনের পর দিন দাবা খেলোয়াড়দের উন্নতির কাজে ব্যবহার করার জন্য গচ্ছিত অর্থ তছরূপ করে চলেছে ।এখন যে সচিব রয়েছেন সেই ভরত সিং চৌহানের পদে থাকার অধিকারই নেই । কারণ তিনি পরাজিত ।"