কলকাতা , 3 জুলাই : টোকিও অলিম্পিকের প্রস্তুতির মাঝে অর্জুন পুরস্কারের জন্য মনোনীত সুতীর্থা মুখোপাধ্যায় । শুধু সুতীর্থা নন, বাংলার আরেক টেবিল টেনিস খেলোয়াড় ঐহিকা মুখোপাধ্যায় অর্জুন পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন । নৈহাটির দুই কন্যার জোড়া মনোনয়নে স্বাভাবিক ভাবেই খুশি বাংলার টেবিল টেনিস মহল ।
বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত বলেন," বাংলার দু‘টো মেয়ে অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, সত্যিই আনন্দের কথা । ওঁরা হয়তো এখন অন্য রাজ্যের প্রতিনিধিত্ব করে । কিন্তু ওঁরা যে বাংলার মেয়ে, ভূমিকন্যা, সে ব্যাপারে সন্দেহ নেই । ওঁদের সাফল্য বাংলার টেবিল টেনিসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে । কঠিন সময়ে বাকি খেলোয়াড়দের মানসিকভাবে উদ্বুদ্ধ করবে ।"
অর্জুন পুরস্কারের মনোনয়নে খুশি সুতীর্থাও ৷ বর্তমানে হরিয়ানার সোনিপথে অলিম্পিকের প্রস্তুতিতে ব্যস্ত তিনি । বলছেন," বছর ছয়েক আগে আমার বড় কিছু করার ভাবনা ছিল না । কোচেরা আমাকে অনুপ্রেরণা দিয়েছে । ছোট ছোট লক্ষ্য পূরণের জন্য ঝাঁপাতে বলেছেন । এই ছোট ছোট লক্ষ্যপূরণ আমাকে সফল হতে সাহায্য করেছে । বিশ্ব ক্রমপর্যায়ে 500 থেকে আমি ধীরে ধীরে ওপরে উঠে এসেছি । অর্জুন পুরস্কারের মনোনয়ন অনেক বড় অনুপ্রেরণা ৷ একই সঙ্গে প্রত্যাশাও বাড়িয়ে দিয়েছে । এখন অলিম্পিকের প্রস্তুতির মধ্যে রয়েছি । টোকিওতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব ।"