পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

AIFF Election: সিকি শতাব্দী পর নির্বাচন, ফের এক বাঙালি সভাপতিকে বরণের অপেক্ষায় দেশের ফুটবল ফেডারেশন - Kalyan Chowbey

শুক্রবার বিকেলের মধ্যেই ভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন সভাপতির নাম জানতে পারবেন অনুরাগীরা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় দলের দুই প্রাক্তনী কল্যাণ চৌবে (Kalyan Chowbey) এবং বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia) ৷

AIFF Election
ফেডারেশনের সভাপতি নির্বাচনে কল্যাণ বনাম বাইচুং

By

Published : Sep 1, 2022, 9:30 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর: এম দত্ত রায়, বিশ্বনাথ দত্ত, প্রিয়রঞ্জন দাশমুন্সির পর ফের ভারতীয় ফুটবল প্রশাসনের মসনদে একজন বাঙালি ৷ 2 সেপ্টেম্বর নয়াদিল্লির ফুটবল হাউসে বেলা 11টায় শুরু ভোটদান প্রক্রিয়া (Election Process will start from 11am)। দু'টো থেকে শুরু গণনা। বিকেলের মধ্যেই ভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন সভাপতির নাম জানতে পারবেন অনুরাগীরা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় দলের দুই প্রাক্তনী কল্যাণ চৌবে (Kalyan Chowbey) এবং বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia) ৷ বছর পঁয়তাল্লিশের কল্যাণের নামে ক্লাব ফুটবলের সাফল্য রয়েছে ভালোই ৷ টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে বেরিয়ে দু'প্রধানে খেলেছেন প্রাক্তন এই গোলরক্ষক।

অন্যদিকে বাইচুং তো ভারতীয় ফুটবলের কিংবদন্তি ৷ তাঁর ক্লাব ফুটবল এবং জাতীয় দলের সাফল্য এতটাই চোখ ধাঁধানো যে, বিদেশেও ভারতীয় ফুটবলের মুখ তিনি। তবে নির্বাচনের ময়দানে যে ভোটের অংকই শেষ কথা। আর সেখানেই দেশের অন্যতম সেরা স্ট্রাইকারকে টেক্কা দিতে চলেছেন কল্যাণ। 34টি ভোট রয়েছে ফেডারেশনের সভাপতি নির্বাচনে। অর্থাৎ, ম্যাজিক ফিগার 18। আর গুজরাত ফুটবল অ্যাসোসিয়েশন থেকে এই নির্বাচনে পদপ্রার্থী কল্যান চৌবে সভাপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে। গত লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা বিজেপির পদপ্রার্থী ইতিমধ্যেই 28টি ভোটের মৌখিক সম্মতি পেয়েছেন।

অন্যদিকে অন্ধ্রপ্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের থেকে মনোনয়ন জমা দেওয়া বাইচুং ভুটিয়ার পক্ষে মাত্র 6টি ভোটের নিশ্চয়তা রয়েছে। খুব বেশি হলে দশটি ভোট আসতে পারে পাহাড়ি বিছে-র পক্ষে ৷ জয়ের অংক কঠিন বুঝেও হাল ছাড়ছেন না বাইচুং। তিনি কার্যত সহানুভূতি ভোটের ডাক দিয়েছেন ফেডারেশনের নির্বাচনে ৷ দিনকয়েক আগে ইস্টবেঙ্গল ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত ফেডারেশন গড়ার সুযোগ সামনে এসেছে। একইসঙ্গে প্রতিদ্বন্দী কল্যান চৌবেকে ভালো মানুষ আখ্যা দিয়ে 'পাহাড়ি বিছে'-র যুক্তি ছিল, ফেডারেশনের কাজের যে অভিজ্ঞতা দরকার তা কল্যাণের রয়েছে।তাই ওঁর কাজের সুযোগ পাওয়া উচিত। বাইচুং শুধুমাত্র প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিয়েছেন।

আরও পড়ুন: কলকাতা লিগে খেলতে পারে সবুজ-মেরুন, ইঙ্গিত বৈঠকে

প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং কোষাধ্যক্ষ নিয়ে 17 জনের কার্যকরী কমিটি। যারা 4জন পুরুষ এবং 2 জন প্রাক্তন মহিলা ফুটবলারকে কো-অপ্ট করবেন। সবমিলিয়ে মোট 23 জনের কমিটি ফেডারেশনের কার্যাবলী নিয়ন্ত্রণ করবেন। ভাইস প্রেসিডেন্ট পদে কল্যাণ চৌবের প্যানেলে থাকা কর্নাটক ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে মনোনয়ন জমা দেওয়া এনএ হ্যারিসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজস্থান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মানবেন্দ্র সিং।

কোষাধ্যক্ষ পদে কল্যাণ চৌবের প্যানেলের প্রার্থী অরুণাচল প্রদেশের কৃপা অজয়ের বিরুদ্ধে লড়বেন অন্ধ্রপ্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গোপালাকৃষ্ণ কোশারাজু ৷ ফলে একপেশে লড়াই হলেও টেনশনের চোরাস্রোত এআইএফএফ এর প্রশাসনিক নির্বাচনে ৷ অনুরাগীদের মনে পড়ে যাচ্ছে 25 বছর আগে ফেডারেশন নির্বাচনের কথা ৷ প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির বিরুদ্ধে সেবার সমীর থাপাকে দাঁড় করিয়েছিলেন আইএফএ-র তদানীন্তন সচিব রঞ্জিৎ গুপ্ত ৷

ABOUT THE AUTHOR

...view details