কলকাতা, 1 সেপ্টেম্বর: এম দত্ত রায়, বিশ্বনাথ দত্ত, প্রিয়রঞ্জন দাশমুন্সির পর ফের ভারতীয় ফুটবল প্রশাসনের মসনদে একজন বাঙালি ৷ 2 সেপ্টেম্বর নয়াদিল্লির ফুটবল হাউসে বেলা 11টায় শুরু ভোটদান প্রক্রিয়া (Election Process will start from 11am)। দু'টো থেকে শুরু গণনা। বিকেলের মধ্যেই ভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন সভাপতির নাম জানতে পারবেন অনুরাগীরা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় দলের দুই প্রাক্তনী কল্যাণ চৌবে (Kalyan Chowbey) এবং বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia) ৷ বছর পঁয়তাল্লিশের কল্যাণের নামে ক্লাব ফুটবলের সাফল্য রয়েছে ভালোই ৷ টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে বেরিয়ে দু'প্রধানে খেলেছেন প্রাক্তন এই গোলরক্ষক।
অন্যদিকে বাইচুং তো ভারতীয় ফুটবলের কিংবদন্তি ৷ তাঁর ক্লাব ফুটবল এবং জাতীয় দলের সাফল্য এতটাই চোখ ধাঁধানো যে, বিদেশেও ভারতীয় ফুটবলের মুখ তিনি। তবে নির্বাচনের ময়দানে যে ভোটের অংকই শেষ কথা। আর সেখানেই দেশের অন্যতম সেরা স্ট্রাইকারকে টেক্কা দিতে চলেছেন কল্যাণ। 34টি ভোট রয়েছে ফেডারেশনের সভাপতি নির্বাচনে। অর্থাৎ, ম্যাজিক ফিগার 18। আর গুজরাত ফুটবল অ্যাসোসিয়েশন থেকে এই নির্বাচনে পদপ্রার্থী কল্যান চৌবে সভাপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে। গত লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা বিজেপির পদপ্রার্থী ইতিমধ্যেই 28টি ভোটের মৌখিক সম্মতি পেয়েছেন।
অন্যদিকে অন্ধ্রপ্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের থেকে মনোনয়ন জমা দেওয়া বাইচুং ভুটিয়ার পক্ষে মাত্র 6টি ভোটের নিশ্চয়তা রয়েছে। খুব বেশি হলে দশটি ভোট আসতে পারে পাহাড়ি বিছে-র পক্ষে ৷ জয়ের অংক কঠিন বুঝেও হাল ছাড়ছেন না বাইচুং। তিনি কার্যত সহানুভূতি ভোটের ডাক দিয়েছেন ফেডারেশনের নির্বাচনে ৷ দিনকয়েক আগে ইস্টবেঙ্গল ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত ফেডারেশন গড়ার সুযোগ সামনে এসেছে। একইসঙ্গে প্রতিদ্বন্দী কল্যান চৌবেকে ভালো মানুষ আখ্যা দিয়ে 'পাহাড়ি বিছে'-র যুক্তি ছিল, ফেডারেশনের কাজের যে অভিজ্ঞতা দরকার তা কল্যাণের রয়েছে।তাই ওঁর কাজের সুযোগ পাওয়া উচিত। বাইচুং শুধুমাত্র প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিয়েছেন।