পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

AIFF suspends support staff: বিদেশ সফরে অশোভন আচরণ, বরখাস্ত ভারতীয় অনূর্ধ্ব-17 মহিলা দলের সহকারী কোচ

বিদেশ সফরে গিয়ে নাবালিকা খেলোয়াড়ের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠল অনূর্ধ্ব-17 মহিলা দলের সহকারী কোচের বিরুদ্ধে (AIFF suspends support staff)৷ তাঁকে বরখাস্ত করেছে এআইএফএফ ৷

AIFF suspends U-17 women's assistant coach for misconduct
বিদেশ সফরে অশোভন আচরণ, বরখাস্ত ভারতীয় অনূর্ধ্ব-17 মহিলা দলের সহকারী কোচ

By

Published : Jun 30, 2022, 5:13 PM IST

কলকাতা, 30 জুন: যৌন হেনস্থার অভিযোগ উঠল ভারতের অনূর্ধ্ব-17 মহিলা দলের সহকারী কোচ অ্যালেক্স অ্যামব্রোজের বিরুদ্ধে (AIFF suspends support staff)৷ এই অভিযোগ ওঠার পরই তাঁকে আপাতত বরখাস্ত করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ৷ দলের ইউরোপ সফরের সময় এক মহিলা ফুটবলারের সঙ্গে তিনি অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ ৷ সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস চালিত এআইএফএফ বিবৃতি দিয়ে এই ঘটনার কথা জানিয়েছে ৷ তবে অভিযুক্তের নাম তারা প্রকাশ করেনি ৷ অভিযুক্তকে অবিলম্বে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে ৷

সেই বিবৃতিতে বলা হয়েছে, "বর্তমানে ইউরোপে এক্সপোজার ট্যুরে গিয়েছে অনূর্ধ্ব-17 মহিলা দল ৷ সেখানে অশোভন আচরণের একটি ঘটনা ঘটেছে ৷ নিয়ম না মানাকে কোনও ভাবেই বরদাস্ত করে না এআইএফএফ ৷ প্রাথমিক ভাবে সেই ব্যক্তিকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে ফেডারেশন ৷ সেই ব্যক্তিকে দলের সব সদস্যের সঙ্গে কোনও রকম যোগাযোগ রাখতে নিষেধ করা হয়েছে ৷ অবিলম্বে তাঁকে ভারতে ফিরে আসতে বলা হয়েছে এবং দেশে পৌঁছে তদন্তের জন্য তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ৷"

এআইএফএফ তাদের বিবৃতিতে অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ না করলেও ফেডারেশনের একটি সূত্রের তরফে জানা গিয়েছে যে, সেই ব্যক্তি হলেন দলের সহকারী কোচ অ্যালেক্স অ্যামব্রোজ ৷ নাম প্রকাশে অনিচ্ছুক ফেডারেশনের অন্দরের সেই সূত্র ইটিভি ভারতকে জানিয়েছেন, "সেই সাপোর্ট স্টাফ দলের সঙ্গে গিয়েছিলেন এবং তিনি এক নাবালিকা খেলোয়াড়ের সঙ্গে অশোভন আচরণ করেছেন ৷ অন্য স্টাফেরা সেই ঘটনার সাক্ষী ৷ তাঁরা বিষয়টি জানিয়েছেন ৷ এই নিয়ে অভিযুক্তকে প্রশ্ন করা হলে তিনি তাঁর দোষ স্বীকার করে নিয়েছেন ৷ অবিলম্বে তাঁকে ফিরিয়ে আনা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় ৷ তদন্তের আগে তাঁকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে ৷" সূত্র এও জানিয়েছে যে, সিওএ অভিযুক্তকে তলব করে তাঁর বয়ান জানতে চাইবে ৷ এরপরই তাঁর বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷

আরও পড়ুন:এআইএফএফ থেকে প্রফুল প্যাটেলকে সরাতে নির্দেশ সুপ্রিম কোর্টের

বর্তমানে এক্সপোজার ট্রিপে ইতালি, সুইডেন, নরওয়ে-সহ ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন ভারতের মেয়েরা ৷ উল্লেখ্য, গত সপ্তাহে তিন দেশের টুর্নামেন্টে আমেরিকার কাছে 1-4-এ পরাজিত হয়েছে ভারত ৷ চলতি বছরে অক্টোবর মাসে বিশ্বকাপ খেলছে অনূর্ধ্ব-17 মহিলা দল ৷ তাঁদের প্রথম ম্যাচ 11 অক্টোবর, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৷ এরপর 14 ও 17 অক্টোবর তারা খেলবে যথাক্রমে মরক্কো ও ব্রাজিলের বিরুদ্ধে ৷ ভারতীয় দল গ্রুপ লিগের সব ম্যাচ খেলবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ৷ 11 অক্টোবর থেকে শুরু হয়ে বিশ্বকাপ চলবে 30 অক্টোবর পর্যন্ত (AIFF suspends U-17 women's assistant coach for misconduct)৷

ABOUT THE AUTHOR

...view details