ভুবনেশ্বর, 21 নভেম্বর:ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে বড় পদক্ষেপ নিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ওড়িশা সরকার ৷ মঙ্গলবার ফিফা'র একটি মউ চুক্তি স্বাক্ষর করেছে দু'পক্ষ ৷ চুক্তি অনুযায়ী, ওড়িশা ফুটবল অ্যাকাডেমিতে তৈরি করা হবে একটি এআইএফএফ-ফিফা ট্যালেন্ট অ্যাকাডেমি ৷ ফিফার গ্লোবাল ফুটবল ডেভলপমেন্ট বিভাগের প্রধান আর্সেন ওয়েঙ্গারের উপস্থিতিতে তৈরি হবে এই অ্যাকােডেমি ৷ তরুণ ফুটবলার তৈরি করার উপর জোর দেবে এই সংস্থা ৷
মঙ্গলবার এই মউ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি কল্য়াণ চৌবে এবং ওড়িশা সরকারের স্পোর্টস অ্যান্ড ইয়ুথ সার্ভিসেস বিভাগের কমিশনার তথা সেক্রেটারি আর ভিনিল কৃষ্ণা ৷ সঙ্গে ছিলেন ওড়িশার ক্রীড়ামন্ত্রী তুষার কান্তি বেরাও ৷ কল্যাণ বলেন, "ওড়িশা সরকার ও ফিফা প্রেসিডেন্টকে ধন্যবাদ ভারতীয় ফুটবলকে যতটা সম্ভব সাহায্য় করার জন্য ৷ তাঁদের সহায়তার জেরেই আজ আর্সেনে ওয়েঙ্গার ভারতে এসেছেন ৷"
তিনি আরও বলেন, "তাঁর পরামর্শ, নেতৃত্ব, টেকনিক্যাল কলাকৌশল এবং স্ট্র্যাটেজি ভারতের স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে ৷ আসুন আজ আমরা একটা লক্ষ্য ঠিক করি, আমরা অনূর্ধ্ব-17 বিশ্বকাপে দক্ষতা দিয়ে জায়গা করে নেব ৷ আর পরে সিনিয়রদের বিশ্বকাপেও ৷ আমার আশা এআইএফএফ-ফিফা ট্যালেন্ট অ্যাকাডেমি আমাদের তিন বছরে সেরা অনূর্ধ্ব-17 দল খুঁজে পেতে সাহায্য় করবে ৷"