পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Kalyan Choubey: প্রাক্তনীদের নাম রাষ্ট্রীয় সম্মানের জন্য সুপারিশ করবে ফেডারেশন, জানালেন কল্যাণ চৌবে - কল্যাণ চৌবে

ভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) মসনদে বসার পরে কলকাতায় প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কল্যাণ চৌবে (AIFF news president Kalyan Choubey attends first pc in Kolkata)। সেখানেই তিনি জানান, রাষ্ট্রীয় সম্মানের জন্য দু'জন প্রাক্তনীর নাম সুপারিশ করতে চলেছে ফেডারেশন ৷

Etv Bharat
প্রাক্তনীদের নাম রাষ্ট্রীয় সম্মানের জন্য সুপারিশ করবে ফেডারেশন, জানালেন কল্যাণ চৌবে

By

Published : Sep 8, 2022, 10:57 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর: অর্জুন এবং পদ্ম সম্মানের জন্য প্রাক্তন বাঙালি ফুটবলারদের নাম এবার থেকে সুপারিশ করবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) মসনদে বসার পরে কলকাতায় প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কল্যাণ চৌবে (AIFF news president Kalyan Choubey attends first pc in Kolkata)। সেখানেই তিনি জানান, রাষ্ট্রীয় সম্মানের জন্য দু'জন প্রাক্তনীর নাম সুপারিশ করতে চলেছেন তিনি। নয়া ফেডারেশন সভাপতির এই প্রতিশ্রুতি নিশ্চিতভাবে ভারতীয় ফুটবলের প্রাক্তনীদের উৎসাহিত করবে।

বর্তমান ভারতীয় ফুটবলে আইএসএলের গতিপ্রকৃতি নিয়ে ধন্দ রয়েছে। দেশের এক নম্বর লিগ হলেও তার উত্তরণ কিংবা অবনমন নেই। এই নিয়ে সদ্য দেশের ফুটবল প্রশাসনের সর্বোচ্চ চেয়ারে বসা কল্যাণ বলছেন, "2024 সাল পর্যন্ত এফএসডিএলের সঙ্গে এআইএফএফ-এর চুক্তি রয়েছে। তারপরেই এ ব্যাপারে কিছু করার সুযোগ থাকবে।" তবে ভবিষ্যতে এই ব্যাপারে যে এআইএফএফ মধ্যপন্থা গ্রহণ করবে, তার ইঙ্গিত ফেডারেশন সচিব সাজি প্রভাকরনের গলায়।

মেয়েদের অনুর্ধ্ব-17 বিশ্বকাপের প্রচারের অঙ্গ হিসেব দেশের 40টি জায়গায় 40টি ম্যাচ হবে বলেও জানিয়ে দিলেন কল্যাণ। পাশাপাশি তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে নিয়ে আসার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার পরিচালিত স্কুলের ক্রীড়া পরিকাঠামোকে ফেডারেশন কাজে লাগানোর পরিকল্পনা করছেন বলে জানালেন তিনি। এক্ষেত্রে স্কুলের ক্রীড়াশিক্ষকদের ফুটবল কোচ করে তোলার ভাবনাও রয়েছে কল্যাণের ৷ ঝিমিয়ে পড়া বা হারিয়ে যাওয়া সর্বভারতীয় ট্রফিগুলোকে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করছে ফেডারেশন, কলকাতায় এসে জানালেন কল্যাণ ৷

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের উন্নতিতে ক্লাবকে গুরুত্ব দেবে ইমামি

দেশের ফুটবলের সার্বিক মানোন্নয়নে ক্লাব এবং জাতীয় ফুটবলকে সমানভাবে গুরুত্ব দেওয়ার কথা ফেডারেশন সভাপতির গলায়। একইভাবে জাতীয় দলের কোচের পদে ভবিষ্যতে কোনও ভারতীয় কোচকে দেখা যেতে পারে, এমন কথাও শোনালেন তিনি। সভাপতি পদের নির্বাচনে বাইচুং ভুটিয়াকে হারিয়ে চেয়ারে বসেছেন কল্যাণ, কিন্তু দেশের ফুটবলের স্বার্থে 'পাহাড়ি বিছে'-কে পাশে চান তিনি। একইভাবে টেকনিক্যাল কমিটিতে থাকতে অরাজি মনোরঞ্জন ভট্টাচার্যর সঙ্গেও ব্যক্তিগত ভাবে কথা বলতে চান জাতীয় দলের প্রাক্তনী।

ABOUT THE AUTHOR

...view details