কলকাতা, 15 এপ্রিল: দেশীয় স্ট্রাইকারের খোঁজে এবার ভারতীয় ফুটবল ফেডারেশন ৷ ভারতীয় স্ট্রাইকারের সন্ধানে বিদেশিহীন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ৷ দীর্ঘদিন পরে কলকাতা ময়দানের বারপুজোয় ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে ৷ ইতিমধ্যে, ভারতীয় ফুটবলকে চাঙ্গা করতে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে এআইএফএফ ৷ ভবিষ্যতে সুনীল ছেত্রীর মতো খেলোয়াড় তুলে আনা জাতীয় ফুটবলের স্বার্থেই প্রয়োজন ৷ 38 বছর বয়সেও সুনীল ছেত্রী ভারতীয় দলে অপরিহার্য ৷ তাঁর পরে কে গোল করার দায়িত্ব সামলাবেন ? তার উত্তর নেই ৷ যদিও বাইচুং বা সুনীলের মতো ফুটবলাররা একদিনে তৈরি হন না ৷
সেই কথা মাথায় রেখেই ভারতীয় ফুটবলে স্ট্রাইকার তুলে আনার জন্য বিদেশিহীন লিগ করার সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ ৷ নববর্ষের দিনে এ কথা জানালেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে ৷ ইস্টবেঙ্গলের বারপুজোয় এসে কল্যাণ বলেন, ‘‘ভারতীয় স্ট্রাইকারের অভাব দেখা যাচ্ছে ৷ একটা সময় দীপেন্দু বিশ্বাস, শিশির ঘোষ-সহ বহু ফুটবলার ভারতীয় ফুটবলকে শাসন করতেন ৷ এখন তা হয় না ৷ কারণ সমস্ত দলই বিদেশি স্ট্রাইকার খেলায় ৷’’ এই ব্যাপারে নিজের খেলোয়াড় জীবনের কথা তুলেছেন তিনি ৷ টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে একঝাঁক ফুটবলার উঠে এসেছিল ৷ তাঁরা সেই সময়ের ভারতীয় ফুটবলে বিদেশিদের সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে ৷
সময় যত গড়িয়েছে ভারতীয় ক্লাব ফুটবল গোল করার জন্য বিদেশিদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে ৷ এখন পরিস্থিতি এমনই সুনীলকে বাইরে রাখলে ভারীয় ফুটবল দল যেন মুণ্ডুহীন দেহ ৷ ফেডারেশন সভাপতির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন দীপেন্দু বিশ্বাস ৷ তিনিও বলছেন, “সুযোগ না দেওয়া হলে স্ট্রাইকার শুধু নয় ৷ অন্য ফুটবলারও উঠে আসবে না ৷ বাঙালি স্ট্রাইকাররা সুযোগ না পাওয়ার আশঙ্কা করছেন ৷ তাই কেউ স্ট্রাইকার হতে চাইছেন না ৷’’ কল্যাণ চৌবে জানাচ্ছেন সমস্যাটা দেশের ক্লাব ফুটবলে ৷ ছোট ক্লাবগুলি টাকার অভাবে খারাপ মানের বিদেশি প্লেয়ার নিয়ে আসছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ এবার সেই প্রবণতা বন্ধ করতে চাইছেন এআইএফএফ প্রেসিডেন্ট ৷