কলকাতা, 19 জুন : ইস্টবেঙ্গল কি চলতি মরসুমে শক্তিশালী দল গড়ে ডুরান্ড কাপে অংশ নিতে পারবে ? এই প্রশ্নটি এখন লাল হলুদের অন্দরে ক্রমেই দৃঢ় হচ্ছে । প্রেক্ষাপট যে দিকে এগোচ্ছে তাতে ইস্টবেঙ্গলের পক্ষে আবারও শক্তিশালী দল গঠন কার্যত অসম্ভব হয়ে উঠতে চলেছে ।
চলতি মরসুমে ডুরান্ড কাপ প্রথম টুর্নামেন্ট । এখনও যা খবর তাতে অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে বল গড়াবে । সেই টুর্নামেন্টের জন্য দল গঠনের কোনও প্রক্রিয়াই বাস্তবায়িত করা লক্ষণ নেই । কিছু ফুটবলারের সঙ্গে প্রি-কনট্র্যাক্ট সই করা হয়েছিল । তাঁরাও লাল হলুদের বর্তমান হালচাল দেখে অন্য ক্লাবে চলে যাচ্ছেন ।
এরই মধ্যে ইস্টবেঙ্গলের বর্তমান লগ্নিকারী সংস্থার গ্রুপ ডিরেক্টর আদিত্য আগরওয়াল বলেন,"এখনও কোনও চুক্তি স্বাক্ষর হয়নি । দ্বিপাক্ষিক আলোচনা চলছে । দ্রুত সবকিছুই নিষ্পত্তি হবে । নতুন সপ্তাহেই ইতিবাচক খবর দেওয়া যাবে । খবরে প্রকাশ ক্লাবের 80 শতাংশ স্বত্ত্ব পেতে আগ্রহী ইমামি গ্রুপ । স্বত্ত্বাধিকার নিয়ে আলোচনা চলছে । এছাড়াও আরও কয়েকটি বিষয় রয়েছে । আমরা চুক্তি স্বাক্ষর অবশ্যই করব । কিন্তু মত পার্থক্য থাকলে চুক্তি বাতিল হতে পারে (agreement will be cancelled if there is a lack says Emami Chairman)। আমি কোনও ভবিষ্যৎবাণী করতে চাই না । আমরা 100 শতাংশ ইতিবাচক । নতুন সপ্তাহে ছবি পরিষ্কার হয়ে যাবে ৷"