পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Mohun Bagan Election : তিন দশক পর বাগানে 'ব্রাত্য' বসু পরিবার, নেপথ্যে কি 'অনুপ্রেরণা'

1989 সালের পর এই প্রথমবার টুটু বসু বা তাঁর পরিবারের কেউ নেই মোহনবাগানের কোনও কমিটিতে । মনে করা হচ্ছে, এর পিছনে রাজ্য-রাজনীতির জটিল অঙ্ক লুকিয়ে রয়েছে । ময়দানে কর্তৃত্ব কায়েম করতে চাইছে রাজ্যের শাসকদল । যদিও প্রকাশ্যে এই ব্যাপারে কেউ মুখ খুলছেন না (Tutu Basu and family are not competing in Mohun Bagan election) ।

Mohun Bagan
তিন দশক পর বাগানে 'ব্রাত্য' বসু পরিবার

By

Published : Mar 14, 2022, 9:12 AM IST

কলকাতা, 14 মার্চ : দীর্ঘ 33 বছর পর মোহনবাগানের নির্বাচনে নেই স্বপন সাধন বসু (টুটু বসু) ও তাঁর পরিবারের কোনও সদস্য । ফলে দেবাশিস দত্তই হতে চলেছেন মোহনবাগানের পরবর্তী সচিব । সরকারীভাবে এখনও ঘোষণা না হলেও, সূত্রের খবর দেবাশিস দত্তের বিরুদ্ধে প্রার্থী রয়েছেন একজন । দু'জন সদস্য প্রার্থী হতে চাইলেও ড্রাফটের মাধ্যমে টাকা জমা না দেওয়ায় একজনের মনোনয়ন বাতিল হয়ে যেতে পারে । অন্যজনকে 'বুঝিয়ে' মনোনয়ন পত্র প্রত্যাহার করাতে পারেন দেবাশিসরা । তিনি রাজি হয়ে গেলেই সরকারিভাবে দেবাশিসের নাম ঘোষণা করার ক্ষেত্রে কোনও বাধা থাকবে না (Tutu Basu and family are not competing in Mohun Bagan election) ।

দীর্ঘ দিন ধরেই বসু পরিবারের সঙ্গে মোহনবাগানের আত্মিক সম্পর্ক । সচিব থাকার পাশাপাশি টুটু বসু, সৃঞ্জয় বসুরা ক্লাবের বিভিন্ন দায়িত্ব পালন করে এসেছেন । হঠাৎ কী এমন হল, যাতে সেই ভূমিকায় আর দেখা যাচ্ছে না তাঁদের ? দেবাশিস দত্তের দাবি, ''টুটু বসু আমায় ফোন করেছিলেন । উনি আমাকে তাঁর যোগ্য উত্তরসূরি বলে মনে করেন । আমাকে অভিনন্দনও জানিয়েছেন তিনি ।''

1989 সালের পর এই প্রথমবার টুটু বসু বা তাঁর পরিবারের কেউ নেই মোহনবাগানের কোনও কমিটিতে । দেবাশিস বলেন, ''টুটু বসুর মোহনবাগানে কোনও পদ লাগে না । টুটু বসু মোহনবাগানে টুটু বসু হয়েই থাকবেন । উনিই সব ।''

ময়দানের অন্য় মহল অবশ্য মোহনবাগান থেকে বসু পরিবারের কার্যত 'সরে' যাওয়ার পিছনে অন্য অঙ্ক দেখছে । মনে করা হচ্ছে, এর পেছনে রাজ্য-রাজনীতির জটিল অঙ্ক লুকিয়ে রয়েছে । ময়দানে কর্তৃত্ব কায়েম করতে চাইছে রাজ্যের শাসকদল । যদিও প্রকাশ্যে এই ব্যাপারে কেউ মুখ খুলছেন না । ময়দানের নিন্দুকরা অবশ্য এই প্রেক্ষাপটে 1989 সালের ইস্টবেঙ্গলের কথা বলছেন । সেবার সিপিআইএম-এর সচিন সেন লাল-হলুদের কার্যকরী কমিটিতে ছিলেন । কিন্তু আলিমুদ্দিন থেকে তাঁকে সেই পদ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল । সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ''কলকাতা ময়দানের ক্ষমতা দখলের লড়াই এবং মনোনয়ন ঘিরে এই অশান্তি প্রমাণ করে কী চলছে রাজ্যে । এই ঘটনা দেখাচ্ছে, আমাদের রাজ্য কোন দিকে যাচ্ছে । লজ্জার কোনও শেষ নেই ।''

শুধু বসু পরিবার যে প্যানেল থেকে বাদ গিয়েছে এমনটা নয় । বসু পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত অনেকেই নেই প্যানেলে । দু-একজন থাকলেও তাঁদের পদের গুরুত্ব হ্রাস করা হয়েছে । তবে এনিয়ে কেউই মুখ খুলতে নারাজ । জানা গিয়েছে, ফুটবল সচিব হচ্ছেন বাবুন বন্দোপাধ্যায় । সহ-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় । উত্তম সাহা কোষাধ্যক্ষ । মহেশ টিকরেওয়াল ক্রিকেট সচিব । মানস ভট্টাচার্য যুব ফুটবল সচিব ।

আরও পড়ুন : Mohun Bagan Election : মোহনবাগানে ক্লাবে মারধর ও ভাঙচুরের ঘটনায় গ্রেফতার 4

শনিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন । সেই দিনই উত্তাল হয়ে ওঠে ক্লাব । ঘটনায় আহত হন তিনজন । ভাঙা হয় বিদায়ী সচিব সত্যজিতের গাড়ি ।এই ঘটনায় গ্রেফতার হয়েছেন চারজন । ঘটনার সঙ্গে ক্লাবের নির্বাচনের কোনও সম্পর্ক নেই বলেই দাবি দেবাশিসের । তিনি বলেন, ''সবার সম্মতি নিয়ে মনোনয়ন জমা পড়েছে । বিবাদের কিছু নেই । এই ঘটনায় ক্লাবের কেউ জড়িত নয় ।'' একইসঙ্গে তিনি বলেন, ''এবার আমরা হকি, টেনিস সবই খেলব । পুরনো মোহনবাগানকে ফেরানোই আমাদের লক্ষ্য । সৃঞ্জয়ের সঙ্গে আমি এই ক্লাব তাঁবুটা বানিয়েছি । সুন্দর একটা গেটও করা হবে ।''

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details