কলকাতা, 8 এপ্রিল : প্রতিপক্ষ শ্রীলঙ্কান ক্লাব ব্লু স্টারকে সমীহ মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর (Juan Ferrando is Reluctant to Take Sri Lankan Opponent Blue Star Lightly) ৷ 12 এপ্রিল এএফসি কাপে (AFC Cup 2022) এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ শ্রীলঙ্কার এই ক্লাব ৷ ধারে ভারে প্রতিপক্ষ পিছিয়ে থাকলেও তাদের খাটো করে দেখতে নারাজ ফেরান্দো ৷ ব্লু স্টার এফসি’র খেলা দেখে প্রতিপক্ষ সম্পর্কে প্রাথমিক একটা পরিকল্পনা তৈরি করেছেন এটিকে মোহনবাগানের কোচ ৷
প্রতিপক্ষ নিয়ে জুয়ান ফেরান্দো বলেন, “দল হিসেবে শ্রীলঙ্কান ক্লাবটিকে খাটো করার কারণ নেই ৷ দলটির পাসিং খুব ভাল ৷ প্রেসিং ফুটবল খেলতে দক্ষ ৷ খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারে ৷ বিপক্ষের গোলমুখ এ ভাবেই খুলে ফেলে তারা ৷ তাই আমাদের সতর্ক থাকতেই হবে ৷ 90 মিনিটের যুদ্ধে কোথাও খামতি রাখা চলবে না ৷’’ প্রতিপক্ষের কিক অ্যান্ড রান ফুটবল, রাইট উইং থেকে খেলা ঘোরানোর ক্ষমতা ৷ সেন্টার ব্যাক চামারোর আক্রমণ এবং রক্ষণের ভারসাম্য রাখার দক্ষতায় নজর রাখার কথা বলছেন জুয়ান ফেরান্দো ৷