পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

AFC Cup 2022 : শ্রীলঙ্কান প্রতিপক্ষ ব্লু স্টারকে হালকাভাবে নিতে নারাজ জুয়ান ফেরান্দো - Juan Ferrando is Reluctant to Take Sri Lankan Opponent Blue Star Lightly

12 এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের (AFC Cup 2022) প্রথম ম্যাচ খেলতে নামছে এটিকে মোহনবাগান ৷ যে ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কার ব্লু স্টার ক্লাব ৷ ধারে ও ভারে তেমন শক্তিশালী না হলেও, তাদের প্রেসিং ফুটবল এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণের ক্ষমতাকে সমীহ করছেন সবুজ-মেরুন কোচ (Juan Ferrando is Reluctant to Take Sri Lankan Opponent Blue Star Lightly) ৷

AFC Cup 2022 Juan Ferrando is Reluctant to Take Sri Lankan Opponent Blue Star Lightly
AFC Cup 2022 Juan Ferrando is Reluctant to Take Sri Lankan Opponent Blue Star Lightly

By

Published : Apr 8, 2022, 11:31 AM IST

কলকাতা, 8 এপ্রিল : প্রতিপক্ষ শ্রীলঙ্কান ক্লাব ব্লু স্টারকে সমীহ মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর (Juan Ferrando is Reluctant to Take Sri Lankan Opponent Blue Star Lightly) ৷ 12 এপ্রিল এএফসি কাপে (AFC Cup 2022) এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ শ্রীলঙ্কার এই ক্লাব ৷ ধারে ভারে প্রতিপক্ষ পিছিয়ে থাকলেও তাদের খাটো করে দেখতে নারাজ ফেরান্দো ৷ ব্লু স্টার এফসি’র খেলা দেখে প্রতিপক্ষ সম্পর্কে প্রাথমিক একটা পরিকল্পনা তৈরি করেছেন এটিকে মোহনবাগানের কোচ ৷

প্রতিপক্ষ নিয়ে জুয়ান ফেরান্দো বলেন, “দল হিসেবে শ্রীলঙ্কান ক্লাবটিকে খাটো করার কারণ নেই ৷ দলটির পাসিং খুব ভাল ৷ প্রেসিং ফুটবল খেলতে দক্ষ ৷ খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারে ৷ বিপক্ষের গোলমুখ এ ভাবেই খুলে ফেলে তারা ৷ তাই আমাদের সতর্ক থাকতেই হবে ৷ 90 মিনিটের যুদ্ধে কোথাও খামতি রাখা চলবে না ৷’’ প্রতিপক্ষের কিক অ্যান্ড রান ফুটবল, রাইট উইং থেকে খেলা ঘোরানোর ক্ষমতা ৷ সেন্টার ব্যাক চামারোর আক্রমণ এবং রক্ষণের ভারসাম্য রাখার দক্ষতায় নজর রাখার কথা বলছেন জুয়ান ফেরান্দো ৷

আরও পড়ুন : IFA Futsal Academy: এবার আইএফএ-র উদ্যোগে 10টি ফুটসল অ্যাকাডেমি

তাই 12 এপ্রিল যুবভারতীতে এএফসি কাপরে প্রথম ম্যাচে প্রতিটি পদক্ষেপ মেপে ফেলার কথা বলছেন জুয়ান ফেরান্দো ৷ এফসি গোয়ার দায়িত্ব নিয়ে এএফসি কাপে তিন নম্বরে শেষ করেছিলেন তিনি ৷ এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন থাকলেও ধাপে ধাপে এগোতে চান জুয়ান ৷ তাই 12 এপ্রিলের ব্লু স্টার ম্যাচই আপাতত এটিকে মোহনবাগান কোচের প্রথম লক্ষ্য ৷ পাশাপাশি মাঠ ভর্তি সবুজ-মেরুন সমর্থকদের উপভোগ্য ফুটবল দেওয়ার আশ্বাস দিলেন স্প্যানিশ এই কোচ ৷

For All Latest Updates

TAGGED:

AFC Cup 2022

ABOUT THE AUTHOR

...view details