কলকাতা, 24 মে : এএফসি কাপ (AFC Cup 2022) এর পয়েন্টস টেবিলে জটিল অঙ্ক ৷ কলকাতা পর্বে চারটি দলের প্রত্যেকেই একটি করে ম্যাচ জিতেছে ৷ ফলে পরের পর্বে যাওয়ার সুযোগ সবক’টি দলের সামনেই রয়েছে ৷ তবে, যদি কোনও দল সামান্য সুবিধাজনক জায়গায় থাকে, তা হল গোকুলাম এফসি ৷ আর তাদের নিকটতম প্রতিপক্ষ এটিকে মোহনবাগান ৷ বাংলাদেশের বসুন্ধরা কিংসকে 4-0 গোলে হারানোর পর, মঙ্গলবার এএফসি কাপের গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচ খেলতে নামবে এটিকে মোহনবাগান ৷ তাদের প্রতিপক্ষ মলদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব (ATK Mohun Bagan vs Maziya Sports) ৷
এএফসি কাপের পরের পর্বে জেতে হলে এই ম্যাচে জিততেই হবে এটিকে মোহনবাগানকে ৷ এর মধ্যেই সবুজ-মেরুনের জন্য খারাপ খবর ৷ তিরির পরে এই গুরুত্বপূর্ণ ম্যাচে নির্ভরযোগ্য মিডফিল্ডার হুগো বুমোসকে পাবে না এটিকে মোহনবাগান ৷ গোকুলামের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে না হারলে এটিকে মোহনবাগান অনেকটাই চিন্তামুক্ত হয়ে মঙ্গলবারের ম্যাচে নামতে পারত ৷ কিন্তু, গোকুলাম ম্যাচে বড় ব্যবধানে হেরে যাওয়ায় অনেকটাই চাপে তারা ৷ কারণ চারটি দলের মধ্যে মাত্র একটি দল পরের রাউন্ডে যাবে ৷ তাই জেতা ছাড়া পথ নেই এটিকে মোহনবাগানের সামনে ৷
আরও পড়ুন : AFC Cup 2022 : লন্ডভন্ড যুবভারতীতে সবুজ-মেরুন ঝড়ে বিপর্যস্ত বসুন্ধরা