কলকাতা, 3 অগস্ট: "সঞ্জীব গোয়েঙ্কা আমাদের ভাই'য়ের মতো। ওনার সঙ্গে আমাদের কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই ৷ ফুটবলে আসার আগেও ওনার সঙ্গে কথা বলেছি। ওনাকে আমি ভাইয়া বলি। উনিও আমার পিতাজি'কে আঙ্কেল বলেন। তাই ডার্বির আগে বা পরে হাত মিলিয়ে ফ্লাওয়ার দিতে আমাদের কিছু বাধবে না ৷” লাল-হলুদের সঙ্গে পথচলা শুরু করে গড়গড় করে কথাগুলো বলে যাচ্ছিলেন ইমামি কর্ণধার আদিত্য আগরওয়াল (Aditya Agarwal says he has no rivalry with ATK MB owner Sanjiv Goenka)।
বছর তিরিশেক আগে ইস্টবেঙ্গলের স্পনসর হিসেবে যুক্ত হয়েছিল তারা। মঙ্গলবার চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের দিন লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, মধ্য কলকাতার এই হোটেলে চুক্তি স্বাক্ষর হওয়া তাদের কাছে পয়মন্ত। কারণ, এর আগে যে সংস্থার সঙ্গে সবচেয়ে বেশিদিন গাঁটছড়া ছিল ইস্টবেঙ্গলের, সেই সংস্থার সঙ্গে এই হোটেলেই (ওবেরয় গ্র্যান্ড) চুক্তি হয়েছিল। তিরিশ বছর ইমামির সঙ্গে যুক্ত থাকাকালীন নেপালে ওয়াই ওয়াই কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। যা ছিল লাল-হলুদের প্রথম আর্ন্তজাতিক ট্রফি। এছাড়াও একই সময়ে ফেডারেশন কাপ, আইএফএ শিল্ড, কলকাতা লিগ, ডুরান্ড কাপ, রোভার্স কাপও জিতেছিল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব।