পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA World Cup 2022: বিশ্বকাপ অ্যান্থেমে ব়্যাপার লিল বেবি’র সঙ্গে মঞ্চ শেয়ার সিদ্ধান্ত চতুর্বেদির - ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম

ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে দেখা যাবে বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদিকে ৷ বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেমে তাঁকে দেখা যাবে ব়্যাপার লিল বেবির সঙ্গে (Siddhant Chaturvedi to be part of FIFA World Cup Anthem) ৷

Actor Siddhant Chaturvedi to be part of FIFA World Cup Anthem with Rapper Lil Baby
Actor Siddhant Chaturvedi to be part of FIFA World Cup Anthem with Rapper Lil Baby

By

Published : Dec 4, 2022, 1:29 PM IST

মুম্বই, 4 ডিসেম্বর: ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) অফিসিয়াল অ্যান্থেমে দেখা যাবে বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদিকে (Siddhant Chaturvedi to be part of FIFA World Cup Anthem) ৷ একাধিক বলিউড তারকাদের মধ্যে সিদ্ধান্ত চতুর্বেদি ফিফা বিশ্বকাপের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ৷ এক্স’-এর নির্দেশনায় ব়্যাপার লিল বেবি (Rapper Lil Baby)-র সঙ্গে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেমে দেখা যাবে সিডকে ৷ বিশ্বকাপ ফাইনালের মঞ্চে এই গান (FIFA World Cup Anthem) প্রকাশ করা হবে ৷

‘গলি বয়’, ‘বান্টি বাবলি টু’, ‘গেহরাইয়া’ এবং ‘ভূত পুলিশ’-এর মতো সিনেমায় কাজ করা সিদ্ধান্ত চতুর্বেদি তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে বিশ্বকাপ অ্যান্থেমে তাঁর অংশ নেওয়ার খবরটি জানিয়েছেন ৷ সেখানে ব়্যাপার লিল বেবির সঙ্গে তাঁর ছবিও পোস্ট করেছেন তিনি ৷ ছবিতে একটি ফুটবল স্টেডিয়ামে লিল বেবি ব়্যাপার গ্রুপের সঙ্গে লাল রঙের ঢিলেঢোলা টি-শার্ট এবং মোটা চেন পরে পোজ দিতে দেখা গিয়েছে মহাতারকাকে ৷ যে ছবির নিচে সিড ক্যাপশন দিয়েছেন, ‘‘ফিফা অ্যান্থেম লোডিং...’’ ৷

আরও পড়ুন:'ঈশ্বর বাঁচিয়েছেন...', আরোগ্য কামনার জন্য় ফ্যানেদের ধন্যবাদ দিলেন জুবিন

প্রসঙ্গত, সিদ্ধান্ত চতুর্বেদি 2022 সালে তাঁর কেরিয়ারের সবচেয়ে সেরা সময় কাটিয়েছেন ৷ আর সেই সঙ্গে লিল বেবির সঙ্গে বিশ্বকাপের মঞ্চ শেয়ার করে কেরিয়ারে আরও একটি পালক জুড়বেন তিনি ৷ সিদ্ধান্ত চতুর্বেদি আগামীতে ‘যুধরা’ নামে একটি অ্যাকশন সিনেমায় ধরা দেবেন ৷ সেখানে দক্ষিণের হিরোইন মালবিকা মোহনান তাঁর বিপরীতে থাকবেন ৷ এর পর অন্যান্য পান্ডের সঙ্গে ‘খো গয়ে হাম কাহাঁ’ সিনেমায় দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদিকে ৷

ABOUT THE AUTHOR

...view details