হাওড়া, 1 অগস্ট: অচিন্ত্য, অর্থাৎ যা চিন্তার অতীত বা চিন্তা করা যায় না । আক্ষরিক অর্থ দেখলে মালুম হয়, দেউলপুরের বছর বিশের তরুণের নাম একশো শতাংশ প্রাসঙ্গিক এবং সফল । ডাচ গায়ক ডানকান লরেন্সের বিখ্যাত গান, 'স্মল টাউন বয় ইন বিগ আর্কেড' । সোমবার ভারতীয় সময় গভীর রাতে যখন পোডিয়ামে দাঁড়িয়ে রয়েছেন 'সোনার ছেলে' অচিন্ত্য শিউলি, তখন এই লাইনটার সেই মুহূর্তের শ্রেষ্ঠ বর্ণনা দিতে পারে (Achinta Sheuli clinches Gold in Commonwealth Games 2022) ।
2013 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা প্রয়াত হন, অথৈ জলে পরে পরিবার । ঘটনার আকস্মিকতা বুঝতেই বেশ কয়েকদিন সময় লেগেছিল সদ্য দশে পা দেওয়া অচিন্ত্যর । যতদিনে বুঝলেন, ততদিনে পরিবারের অবস্থা আরও খারাপ হয়েছে । মা'র সাপ্তাহিক রোজগার মাত্র পাঁচশো টাকা । দমকল দফতরে অস্থায়ী কর্মীর পদে যোগ দিয়েছেন দাদা । আর্থিক অনটন ঘোচাতে অকাল বিসর্জন দিতে হয়েছে ভারোত্তোলন, সোনা গলায় বিশ্বের দরবারে দাঁড়ানোর স্বপ্ন । দাদার সেই স্বপ্নকেই আঁকড়ে ধরেছিলেন অচিন্ত্য, অভাবের সংসারে তাকে যত্নে লালন করেছেন প্রত্যেকদিন ।