পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Achinta Sheuli: দেউলপুরের ভাঙা বাড়ি থেকে কমনওয়েলথের পোডিয়াম, স্বপ্নকে সঙ্গী করেই ইতিহাসে অচিন্ত্য - দেউলপুরের ভাঙা বাড়ি থেকে কমনওয়েলথের পোডিয়াম

2013 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা প্রয়াত হন, অথৈ জলে পরে পরিবার । সাপ্তাহিক পাঁচশো টাকায় জরির কাজ করতেন মা । তাঁকে সাহায্য করতে নিজেও শাড়িতে জরি বসাতো অচিন্ত্য । অধ্যবসায়কে সঙ্গী করেই ভারোত্তোলনের কক্ষপথে নিজের জায়গা করে নিয়েছেন তিনি (Achinta Sheuli clinches Gold in Commonwealth Games 2022) ।

Achinta Sheuli News
Achinta Sheuli News

By

Published : Aug 1, 2022, 8:53 AM IST

হাওড়া, 1 অগস্ট: অচিন্ত্য, অর্থাৎ যা চিন্তার অতীত বা চিন্তা করা যায় না । আক্ষরিক অর্থ দেখলে মালুম হয়, দেউলপুরের বছর বিশের তরুণের নাম একশো শতাংশ প্রাসঙ্গিক এবং সফল । ডাচ গায়ক ডানকান লরেন্সের বিখ্যাত গান, 'স্মল টাউন বয় ইন বিগ আর্কেড' । সোমবার ভারতীয় সময় গভীর রাতে যখন পোডিয়ামে দাঁড়িয়ে রয়েছেন 'সোনার ছেলে' অচিন্ত্য শিউলি, তখন এই লাইনটার সেই মুহূর্তের শ্রেষ্ঠ বর্ণনা দিতে পারে (Achinta Sheuli clinches Gold in Commonwealth Games 2022) ।

2013 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা প্রয়াত হন, অথৈ জলে পরে পরিবার । ঘটনার আকস্মিকতা বুঝতেই বেশ কয়েকদিন সময় লেগেছিল সদ্য দশে পা দেওয়া অচিন্ত্যর । যতদিনে বুঝলেন, ততদিনে পরিবারের অবস্থা আরও খারাপ হয়েছে । মা'র সাপ্তাহিক রোজগার মাত্র পাঁচশো টাকা । দমকল দফতরে অস্থায়ী কর্মীর পদে যোগ দিয়েছেন দাদা । আর্থিক অনটন ঘোচাতে অকাল বিসর্জন দিতে হয়েছে ভারোত্তোলন, সোনা গলায় বিশ্বের দরবারে দাঁড়ানোর স্বপ্ন । দাদার সেই স্বপ্নকেই আঁকড়ে ধরেছিলেন অচিন্ত্য, অভাবের সংসারে তাকে যত্নে লালন করেছেন প্রত্যেকদিন ।

সাপ্তাহিক পাঁচশো টাকায় জরির কাজ করতেন মা । তাঁকে সাহায্য করতে নিজেও শাড়িতে জরি বসাতো অচিন্ত্য । দারিদ্রের সঙ্গে লড়াই আর স্বপ্নকে সঙ্গী করে লক্ষ্যের দিকে নিশ্চুপে এগিয়েছেন । যুব এশিয়ান চ্যাম্পিনশিপে রুপো, খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে সোনা, জুনিয়র কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা । অধ্যবসায়কে সঙ্গী করে ভারোত্তোলনের কক্ষপথে নিজের জায়গা করে নিয়েছেন তিনি ।

আরও পড়ুন : বার্মিংহামে বাঙালির বাজিমাত! রেকর্ড গড়ে ভারোত্তোলনে সোনা অচিন্ত্যর

2021 তাসখন্দে স্ন্যাচিংয়ে 143 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে তুলেছিলেন 173 কেজি । গত বছর কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জয় সরাসরি বার্মিংহামে নামার ছাড়পত্র এনে দেয় তাঁকে । সেখানেই এবার বাজিমাত বাঙালি তরুণের । 73 কেজি বিভাগে ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম চেষ্টায় তোলেন 166 কিলো । দ্বিতীয়বার ব্যর্থ হলেও তৃতীয় চেষ্টায় তোলেন 170 কিলো । গেমস রেকর্ড গড়েন মোট 313 কিলো তুলে । ইতিহাস গড়ে এবার অচিন্ত্যর লক্ষ্য, 2024 প্যারিস অলিম্পিক ।

ABOUT THE AUTHOR

...view details