পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অসম পুলিশের ডিএসপি পদে 'ধিং এক্সপ্রেস' - অসম পুলিশের ডিএসপি পদে হিমা দাস

জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাড়া জাগানো এই অ্যাথলিটকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার

অসম পুলিশের ডিএসপি পদে 'ধিং এক্সপ্রেস'
অসম পুলিশের ডিএসপি পদে 'ধিং এক্সপ্রেস'

By

Published : Feb 11, 2021, 2:11 PM IST

গুয়াহাটি, 11 ফেব্রুয়ারি : গতিই তাঁর পরিচয় ৷ জাতীয় স্তরে সাফল্য ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় দেশের মুখ উজ্জ্বল করেছেন ৷ 'ধিং এক্সপ্রেস' নামে পরিচিত স্প্রিন্টার হিমা দাসকে অসম পুলিশের বড় পদে বসাল অসম সরকার ৷ গতকাল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ অসম সরকারের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত দেশের ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷

বর্তমান ভারতের শীর্ষ অ্যাথলিটদের মধ্যে একজন হিমা দাস ৷ জাকার্তা এশিয়ান গেমসে পদক জয়ী হিমাকে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশের পদ দিয়েছে অসম সরকার ৷ এর পাশাপাশি অলিম্পিকস, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ, এশিয়ান গেমসের মতো প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদের সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে ৷ আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এই ক্রীড়াবিদদের ক্লাস ওয়ান এবং টু র্যাঙ্কের চাকরি দেওয়া হবে ৷

আরও পড়ুন : ফাইট রিতিকা ফাইট

এদিকে হিমার চাকরির খবরে আনন্দ প্রকাশ করেছেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷ হিমার সঙ্গে ছবি টুইট করে তিনি লেখেন, "দারুণ খবর ৷ অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল স্প্রিন্টের রানিকে ডিএসপি পদ দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details