আসানসোল, 25 নভেম্বর: দিল্লিতে অনুষ্ঠিত 66তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে পাঁচটি বিভাগে সোনা জিতল আসানসোলের কিশোর অভিনব সাউ ৷ 10 মিটারের এয়ার রাইফেল শুটিংয়ের পাঁচটি ক্যাটাগরিতে এই সোনা জিতেছে 15 বছরের অভিনব ৷ শুধু তাই নয় 633.3 পয়েন্ট নিয়ে পুরুষদের সিনিয়র, জুনিয়র, ইয়ুথ এবং সাব-ইয়ুথ ক্যাটাগরিতে জাতীয় রেকর্ড গড়েছে আসানসোলের এই কিশোর ৷ এর আগে এই রেকর্ড ছিল বিশ্বচ্যাম্পিয়ন এয়ার রাইফেল শুটার রুদ্রণাক্ষ পাতিলের নামে ৷
দিল্লিতে এই মুহূর্তে চলছে 66তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপ ৷ এই প্রতিযোগিতায় এয়ার রাইফেল শুটিংয়ে অংশ নিয়েছিল আসানসোলের অভিনব সাউ ৷ সেখানে দল ও ব্যক্তিগত ইভেন্ট মিলিয়ে পাঁচটি বিভাগে সোনা জিতেছে সে ৷ পুরুষদের 10 মিটার টিম এয়ার রাইফেল, পুরুষ দলগত 10 মিটার এয়ার রাইফেল জুনিয়র শুটিং, 10 মিটার ইয়ুথ টিম এয়ার রাইফেল শুটিং, পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইয়ুথ সিঙ্গলস এবং 10 মিটার এয়ার রাইফেল সাব-ইয়ুথ ইভেন্টে সোনা জিতেছে আসানসোলের অভিনব সাউ ৷
পাঁচটি সোনার পদক জয়ের সঙ্গে প্রতিযোগিতায় জাতীয় রেকর্ডও করেছে অভিনব ৷ পুরুষদের সিনিয়র, জুনিয়র, ইয়ুথ এবং সাব-ইয়ুথ ক্যাটাগরিতে 633.3 পয়েন্ট স্কোর করে জাতীয় রেকর্ড করেছে সে ৷ এর আগে বিশ্ব চ্যাম্পিয়ন শুটার রুদ্রাণক্ষ পাতিল 632.6 পয়েন্ট স্কোর করে জাতীয় রেকর্ডের অধিকারী ছিলেন ৷ গত 27 অক্টোবর দক্ষিণ কোরিয়ায় আয়োজিত এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অনুর্ধ্ব-19 বিভাগে 10 মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছিল সে ৷