পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জাতীয় রেকর্ড গড়ে শুটিং চ্যাম্পিয়নশিপে 5টি সোনা আসানসোলের অভিনবর - Air Rifle Shooting

Abhinav Shaw Sets Record in Air Rifle Shooting: ন্যাশানাল শুটিং চ্যাম্পিয়নশিপে 5টি সোনা জিতল আসানসোলের অভিনব সাউ ৷ সেই সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন এয়ার রাইফেল শুটার রুদ্রণাক্ষ পাতিলের জাতীয় রেকর্ড ভেঙেছে সে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 7:02 PM IST

Updated : Nov 25, 2023, 10:07 PM IST

আসানসোল, 25 নভেম্বর: দিল্লিতে অনুষ্ঠিত 66তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে পাঁচটি বিভাগে সোনা জিতল আসানসোলের কিশোর অভিনব সাউ ৷ 10 মিটারের এয়ার রাইফেল শুটিংয়ের পাঁচটি ক্যাটাগরিতে এই সোনা জিতেছে 15 বছরের অভিনব ৷ শুধু তাই নয় 633.3 পয়েন্ট নিয়ে পুরুষদের সিনিয়র, জুনিয়র, ইয়ুথ এবং সাব-ইয়ুথ ক্যাটাগরিতে জাতীয় রেকর্ড গড়েছে আসানসোলের এই কিশোর ৷ এর আগে এই রেকর্ড ছিল বিশ্বচ্যাম্পিয়ন এয়ার রাইফেল শুটার রুদ্রণাক্ষ পাতিলের নামে ৷

দিল্লিতে এই মুহূর্তে চলছে 66তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপ ৷ এই প্রতিযোগিতায় এয়ার রাইফেল শুটিংয়ে অংশ নিয়েছিল আসানসোলের অভিনব সাউ ৷ সেখানে দল ও ব্যক্তিগত ইভেন্ট মিলিয়ে পাঁচটি বিভাগে সোনা জিতেছে সে ৷ পুরুষদের 10 মিটার টিম এয়ার রাইফেল, পুরুষ দলগত 10 মিটার এয়ার রাইফেল জুনিয়র শুটিং, 10 মিটার ইয়ুথ টিম এয়ার রাইফেল শুটিং, পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইয়ুথ সিঙ্গলস এবং 10 মিটার এয়ার রাইফেল সাব-ইয়ুথ ইভেন্টে সোনা জিতেছে আসানসোলের অভিনব সাউ ৷

পাঁচটি সোনার পদক জয়ের সঙ্গে প্রতিযোগিতায় জাতীয় রেকর্ডও করেছে অভিনব ৷ পুরুষদের সিনিয়র, জুনিয়র, ইয়ুথ এবং সাব-ইয়ুথ ক্যাটাগরিতে 633.3 পয়েন্ট স্কোর করে জাতীয় রেকর্ড করেছে সে ৷ এর আগে বিশ্ব চ্যাম্পিয়ন শুটার রুদ্রাণক্ষ পাতিল 632.6 পয়েন্ট স্কোর করে জাতীয় রেকর্ডের অধিকারী ছিলেন ৷ গত 27 অক্টোবর দক্ষিণ কোরিয়ায় আয়োজিত এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অনুর্ধ্ব-19 বিভাগে 10 মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছিল সে ৷

আসানসোলার এই কিশোর শুটারের নাম ভারতের প্রথম অলিম্পিক পদকজয়ী শুটার অভিনব বিন্দ্রার নাম থেকে অনুপ্রাণিত ৷ অক্টোবরে ব্রোঞ্জ জয়ের পর বাবা রূপেশ সাউ জানিয়েছিলেন, এয়ার রাইফেল শুটিংয়ে অভিনব বিন্দ্রার নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই, ছেলের নাম অভিনব ৷ 2008 বেজিং অলিম্পিকসে 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা ৷ ঠিক সেই সময়ই অভিনব সাউয়ের জন্ম হয় ৷ আর ঠিক সেই কারণেই রূপেশ ছেলের নাম রাখেন অভিনব ৷ স্বপ্ন ছিল তাঁর ছেলেও বড় হয়ে ভারতকে পদক এনে দেবেন আন্তর্জাতিক মঞ্চে ৷ নিজে অর্থের অভাবে যা পারেননি, তা ছেলের মধ্যে দিয়ে পূরণ করার স্বপ্ন দেখেছেন রূপেশ ৷

ন্যাশানাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ভাইস-প্রেসিডেন্ট ভিকে ঢল অভিনন্দন জানিয়েছেন অভিনবকে ৷ তিনি বলেন, ‘‘আসানসোল রাইফেল ক্লাবকে বারেবারে গর্বিত করছে অভিনব সাউ ৷ আগামিদিনে অলিম্পিকসে দেখতে চাই অভিনবকে ৷’’ চলতি বছরে অভিনব 5টি আন্তর্জাতিক পদক জিতেছে ৷ জার্মানিতে জুনিয়র ওয়ার্ল্ড কাপে একটি সোনা ও একটি রুপো, দক্ষিণ কোরিয়াতে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে 2 টি সোনাও জেতে অভিনব ৷

আরও পড়ুন:

  1. অনুর্ধ্ব-19 এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ আসানসোলের অভিনবের
  2. কোরিয়াতেও জোড়া সোনা! জুনিয়র শুটিং বিশ্বকাপে ফের বাজিমাত আসানসোলের অভিনবের
  3. ঘরে ফিরল জুনিয়র শুটিং বিশ্বকাপে রুপো জয়ী শুটার অভিনব সাউ
Last Updated : Nov 25, 2023, 10:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details