পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Abhinav Bindra in Kolkata: ফাইনালে সমর্থন মেসিদেরই, ম্যারাথনের বাণিজ্যিক দূত হিসেবে শহরে এসে জানালেন বিন্দ্রা

রবিবার শীতের ভোরে 15 হাজার মানুষের দৌড়নোর দেখতে আগ্রহী অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে দেশের প্রথম সোনাজয়ী অভিনব বিন্দ্রা (Abhinav Bindra) ৷ এরপর সন্ধ্যায় অবশ্যই চোখ রাখবেন বিশ্বকাপ ফুটবল ফাইনালে এবং সেখানে গলা ফাটাবেন আর্জেন্তিনার হয়ে।

Abhinav Bindra in Kolkata
কলকাতা ম্যারাথনের বাণিজ্যিক দূত হিসেবে শহরে অভিনব বিন্দ্রা

By

Published : Dec 16, 2022, 9:00 PM IST

Updated : Dec 16, 2022, 9:56 PM IST

কলকাতা ম্যারাথনের বাণিজ্যিক দূত হিসেবে শহরে অভিনব বিন্দ্রা

কলকাতা, 16 ডিসেম্বর: বাকি সকলের মতো বিশ্বকাপের জ্বরে আক্রান্ত তিনিও। রবিবার ভোরে বাণিজ্যিক দূত হিসেবে অংশগ্রহণকারীদের উৎসাহিত করবেন কলকাতা ম্যারাথনের মঞ্চে (Kolkata 25K 2022)। রবিবার শীতের ভোরে 15 হাজার মানুষের দৌড়নোর দেখতে আগ্রহী অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে দেশের প্রথম সোনাজয়ী অভিনব বিন্দ্রা (Abhinav Bindra) ৷ এরপর সন্ধ্যায় অবশ্যই চোখ রাখবেন বিশ্বকাপ ফুটবল ফাইনালে এবং সেখানে গলা ফাটাবেন আর্জেন্তিনার হয়ে। শুক্রবার কলকাতায় পা-দিয়ে বিশ্বকাপ নিয়ে নিজের ভালোলাগা এবং ভালোবাসার কথা জানালেন অভিনব বিন্দ্রা (Abhinav Bindra reached Kolkata as brand ambassador of 25k 2022)।

2008 বেজিং অলিম্পিকসে সোনাজয়ী শুটার কলকাতায় এসেছেন 25 কিলোমিটার ম্যারাথনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে। তিনি যে স্পোর্টসের সঙ্গে জড়িত ছিলেন বা দেশকে অলিম্পিক সোনা এনে দিয়েছিলেন সেখানে শরীর চর্চা, দৌড়ের বিশেষ প্রয়োজন হয় না ৷ এমন প্রসঙ্গের অবতারণা হওয়ায় ভুল ধারণার বশবর্তী না-হতে বললেন সোনাজয়ী অলিম্পিয়ান। অলিম্পিকে অংশগ্রহণের প্রস্তুতিতে ফিটনেসের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা শুক্রবার ফাঁস করলেন। সপ্তাহের পাঁচদিন দশ কিলোমিটার করে দৌড়, মানসিক জোর বাড়ানোর চর্চা এবং শেষ মুহূর্ত পর্যন্ত স্নায়ু শান্ত রাখতে যে বিশেষ চর্চার প্রয়োজন ছিল, তা জানালেন বিন্দ্রা।

আরও পড়ুন:হারের দায় নিয়ে পর্তুগালের কোচের পদে ইস্তফা ফার্নান্দো স্যান্টোসের

শহরে এসে কলকাতা ম্যারাথনের আয়োজন, ম্যারাথন ঘিরে মানুষের উৎসাহ দেখে খুশি তিনি। শহরে কিংবদন্তি ভারতীয় শুটার আর শুটিং নিয়ে প্রশ্ন উঠবে না, তা আবার হয় নাকি। টোকিয়ো অলিম্পিকে চূড়ান্ত ব্যর্থতার পর আসন্ন প্যারিস অলিম্পিকে শুটাররা কতটা সফল হবেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। অভিনব বিন্দ্রা জানালেন, বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতীয়দের সাফল্য শুটি নিয়ে ফের আশাবাদী হওয়ার পক্ষে যথেষ্ট বলে মনে করেন তিনি। সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রীড়াবিদরা ক্রীড়া প্রশাসনে আসছেন। যা দেখে খুশি অভিনব বিন্দ্রা। একইভাবে অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারে পিটি ঊষার সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী তিনি। ক্রীড়াবিদদের ক্রীড়াপ্রশাসনে অংশগ্রহণকেও স্বাগত জানালেন 'সোনার ছেলে' বিন্দ্রা।

Last Updated : Dec 16, 2022, 9:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details