মাদ্রিদ, 15 সেপ্টেম্বর: ফুটবলের কথা উঠলেই সব বাঙালি গুগনিয়ে ওঠে, 'সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল' ৷ বাঙালির এই ফুটবল প্রেমকে নয়া মাত্র দিতে স্পেন সফরে গিয়েছেন বাংলার 'দাদা' ও 'দিদি' ৷ সঙ্গে রয়েছেন বিভিন্ন ফুটবল ক্লাবের শীর্ষকর্তা থেকে শুরু করে বিনিয়োগকারীরাও ৷ লক্ষ্য একটাই ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ ফিরিয়ে আনা ৷ আর সেই লক্ষ্যেই স্বাক্ষরিত হল মউ । ঠিক হল, বাংলায় ফুটবলের অ্যাকাডেমি গড়বে লা লিগা।
খেলাধূলা বারবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয় ৷ বাংলার ফুটবলের কৌলিন্য আবার ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন তিনি । তাই স্পেন সফর ৷ এই সফর ঘিরে মুখ্যমন্ত্রীর অন্যতম প্রধান লক্ষ্য ছিল বাংলার ফুটবলকে আরও উন্নতির পথে নিয়ে যাওয়া। বৃহস্পতিবার মাদ্রিদে বসে এই বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলেন তিনি । ফল স্বরূপ কলকাতার ফুটবলে জুড়তে চলেছে তিতিতাকার গরিমা। স্প্যানিশ ফুটবলের ছোয়া লাগতে চলেছে বাংলার ময়দানে ।
বৃহস্পতিবার বিশ্ব ফুটবলে অন্যতম গুরুত্বপূর্ণ নাম লা লিগার প্রেসিডেন্ট হাবিয়ার তেভাজের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী । আর সেই বৈঠকে পশ্চিমবঙ্গ সরকার এবং লা লিগার মধ্যে মউ স্বাক্ষরিত হয়। আগামিদিনে বাংলার ফুটবলের উন্নয়নে কাজ করবে লা লিগা । লা লিগার সাহায্যে বাংলায় তৈরি হবে ফুটবল অ্যাকাডেমি ৷ বাংলার ফুটবলের জন্য মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ অত্যন্ত ভালো বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ ।
এদিন বাংলার ফুটবলের প্রশংসা করেছেন লা লিগার প্রেসিডেন্ট তেফাজ । স্প্যানিশের তাঁর বক্তব্যের নির্যাস কিছুটা এরকম, "আমরা জানি, সারা ভারতের মধ্যে বাংলায় সবচেয়ে বেশি ফুটবল সমর্থক আছেন। বাংলায় প্রতিভার কোনও অভাব নেই। ভারতীয় ফুটবলের সেরা কিছু খেলোয়াড় উঠে এসেছেন এখান থেকেই। আমরা বাংলার ফুটবলের উন্নতিতে কাজ করতে চাই । সেই লক্ষ্যে আমরা একটা মউ সই করেছি ৷"