পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Kolkata League: কলকাতা লিগের প্রিমিয়র ডিভিশন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক মঙ্গলবার

এবার লিগ কোন ফর্ম্যাটে হবে, তা মঙ্গলবারের বৈঠকে ঠিক হবে। করোনা পরবর্তী সময়ে চলতি মরশুমেই পূর্ণোদ্যমে ফুটবল ফিরেছে ময়দানে। তাই নবকলেবরে কলকাতা লিগ আয়োজনে ত্রুটি রাখতে চায় না আইএফএ।

Etv Bharat
Etv Bharat

By

Published : May 28, 2023, 2:25 PM IST

কলকাতা, 28 মে: তিন বছর পর ঘরের মাঠে ফিরছে তিন প্রধান। কলকাতা প্রিমিয়র ডিভিশন লিগে ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্টস ও মহামেডান স্পোর্টিং তাদের মাঠে খেলার সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানিয়েছে। সেই কথা মাথায় রেখে সেনাবাহিনী ও পূর্তদফতর তিন ঘেরা মাঠের পরিকাঠামো ঘুরে দেখেছে। বেশ কয়েকটি জায়গায় পরিকাঠামোগত ত্রুটি চোখে পড়ায় তা সংস্কারের কথা বলেছে ক্লাবগুলোকে। তিন ঘেরা মাঠের বর্তমান অবস্থা জানিয়ে সেনাবাহিনী এবং পূর্তদফতর রিপোর্ট জমা দেবে লালবাজারে। সেই রিপোর্টের ভিত্তিতে কলকাতা লিগের খেলা তিন ঘেরা মাঠে হবে কি না, তা নির্ভর করবে।

আইএফএ চলতি মরশুমে ঘরের মাঠে কলকাতা প্রিমিয়র ডিভিশনের লিগ করার ব্যাপারে মরিয়া। কোনও বাধার সৃষ্টি হলে তা কড়া হাতে মোকাবিলা করার ইঙ্গিত দিচ্ছে আইএফএ। 30 মে মঙ্গলবার আইএফএ'তে প্রিমিয়র ডিভিশনের গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে অংশগ্রহণকারী দলগুলোকে থাকতে বলা হচ্ছে। চলতি মরশুমে অবনমন ফিরছে। এবার লিগ কোন ফর্ম্যাটে হবে তা মঙ্গলবারের বৈঠকে ঠিক হবে। করোনা পরবর্তী সময়ে চলতি মরশুমেই পূর্ণ উদ্যমে ফুটবল ফিরেছে ময়দানে। তাই নবকলেবরে কলকাতা লিগ আয়োজনে ত্রুটি রাখতে চায় না আইএফএ।

এদিকে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার গভর্নিং বডিতেও স্বাভাবিক বদলের হাওয়া। বর্তমান সদস্যদের মেয়াদ শেষ হচ্ছে। ফলে আগামী 12 জুনের গভর্নিং বডির নির্বাচন ঘিরে ময়দানের রাজনীতিতে রং লাগার সম্ভাবনা। কারণ বেশকিছু বড় নামকে বাইরে চলে যেতে হবে। 20 জুন আইএফএ'র বার্ষিক সাধারণ সভা। শনিবার আইএফএর ফিনান্স কমিটির বৈঠক ছিল। গত কয়েকবছরধরে আর্থিক অনটনে থাকা রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা কীভাবে সমস্যা কাটিয়ে ওঠে সেটাই দেখার।

আরও পড়ুন:ফেক নিউজে বিরক্ত মোহনবাগান, কী বলছেন ক্লাব সচিব ?

তবে শোনা যাচ্ছে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যার উদ্দেশ্য অর্থ জোগাড়। এদিকে আইএফএ অনুমোদন প্রতিযোগিতায় রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর যোগদানের জন্য অনুমোদন ফি ধার্য করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সেই ফি এর পরিমাণ 10 লক্ষ টাকা। সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তার পরিমাণ 5 লক্ষ টাকা। এই মুহূর্তে মেয়েদের আইএফএ শিল্ড শুরু হয়েছে। কৃষ্ণনগরে এই প্রতিযোগিতা ঘিরে যথেষ্ট সাড়া পড়েছে বলে আইএফএ সূত্রে জানানো হয়েছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details