কলকাতা, 28 মে: তিন বছর পর ঘরের মাঠে ফিরছে তিন প্রধান। কলকাতা প্রিমিয়র ডিভিশন লিগে ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্টস ও মহামেডান স্পোর্টিং তাদের মাঠে খেলার সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানিয়েছে। সেই কথা মাথায় রেখে সেনাবাহিনী ও পূর্তদফতর তিন ঘেরা মাঠের পরিকাঠামো ঘুরে দেখেছে। বেশ কয়েকটি জায়গায় পরিকাঠামোগত ত্রুটি চোখে পড়ায় তা সংস্কারের কথা বলেছে ক্লাবগুলোকে। তিন ঘেরা মাঠের বর্তমান অবস্থা জানিয়ে সেনাবাহিনী এবং পূর্তদফতর রিপোর্ট জমা দেবে লালবাজারে। সেই রিপোর্টের ভিত্তিতে কলকাতা লিগের খেলা তিন ঘেরা মাঠে হবে কি না, তা নির্ভর করবে।
আইএফএ চলতি মরশুমে ঘরের মাঠে কলকাতা প্রিমিয়র ডিভিশনের লিগ করার ব্যাপারে মরিয়া। কোনও বাধার সৃষ্টি হলে তা কড়া হাতে মোকাবিলা করার ইঙ্গিত দিচ্ছে আইএফএ। 30 মে মঙ্গলবার আইএফএ'তে প্রিমিয়র ডিভিশনের গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে অংশগ্রহণকারী দলগুলোকে থাকতে বলা হচ্ছে। চলতি মরশুমে অবনমন ফিরছে। এবার লিগ কোন ফর্ম্যাটে হবে তা মঙ্গলবারের বৈঠকে ঠিক হবে। করোনা পরবর্তী সময়ে চলতি মরশুমেই পূর্ণ উদ্যমে ফুটবল ফিরেছে ময়দানে। তাই নবকলেবরে কলকাতা লিগ আয়োজনে ত্রুটি রাখতে চায় না আইএফএ।