কলকাতা, 10 সেপ্টেম্বর: রবিবার পিয়ারলেসকে 1-0 গোলে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ গোলদাতা এন রোহেন সিং ৷ এই জয়ের ফলে 10 ম্যাচে 23 পয়েন্টে পৌঁছে গেল মোহনবাগান ৷ তবে, কলকাতা প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সে জায়গা পাকা করতে আরও এক পয়েন্ট দরকার মোহনবাগান সুপার জায়ান্টের ৷ বাকি দু'টো ম্যাচ ৷ যেখানে তাদের প্রতিপক্ষ ডায়মন্ডহারবার এফসি এবং মহমেডান স্পোর্টিং ক্লাব ৷ এক পয়েন্ট ঘরে তুলতে পারলেই সুপার সিক্স নিশ্চিত হবে জেনেও কোচ বাস্তব রায় বলছেন, তারা নকআউটের মানসিকতায় পরবর্তী দু’টো ম্যাচ খেলবেন ৷
ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে কোচ বাস্তব রায় জানান, তাঁর দলে অন্তত সাত ফুটবলার ছিলেন না ৷ পিয়ারলেসের বিরুদ্ধে বাস্তব রায় যে 11 জনকে নামিয়ে ছিলেন, তাদের মধ্যে কিয়ান নাসিরি, ফারদিন আলি মোল্লা এবং টাইসন ছাড়া বাকিরা সবাই নতুন মুখ ৷ তাঁদের খেলায় বোঝাপড়া গড়ে তোলা ছিল চ্যালেঞ্জ ৷ ম্যাচ জিতলেও সেই চ্যালেঞ্জ সামলাতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলাররা ৷ প্রতিপক্ষ পিয়ারলেসের অবস্থা তথৈবচ ৷ কোচ হেমন্ত ডোরা জানান, ড্রেসিংরুমে পৌঁছে অধিকাংশ ফুটবলারদের সঙ্গে পরিচিত হয়েছিলেন ৷ সেই প্রতিকূলতাকে ছাপিয়ে মাত্র এক গোলে পরাজয়কে কৃতিত্ব হিসেবে দেখছেন তিনি ৷
ম্যাচের সেরা পিয়ারলেস গোলরক্ষক সঞ্জয় ভট্টাচার্য ৷ মোহনবাগান তাঁদের বিবর্ণ পারফরম্যান্স সত্ত্বেও যেটুকু আক্রমণ করেছিল, তা থেকে গোল না হওয়ার কারণ ডানকুনির বছর পঁচিশের তরুণ ৷ 22 মিনিটে ব্রিজেল গিরির ফ্রিকিক থেকে হেডে গোল করেন এন রোহেন সিং ৷ গোলের আগে 19 মিনিটে কিয়ান নাসিরির শট পোস্টে লেগে প্রতিহত হয় ৷ টাইসন পিয়ারলেস গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন 28 মিনিটে ৷ ফারদিন আলি মোল্লা গোলের সুযোগ নষ্ট করেন চল্লিশ মিনিটের মাথায় ৷