দিল্লি, 17 এপ্রিল : 26/11 মুম্বই হামলার সময় সামনে থেকে জঙ্গিদের সঙ্গে লড়াই করেছিলেন ৷ সেই যুদ্ধে মেরিন কমান্ডো প্রবীণ তেওটিয়া জখম হয়েছিলেন ৷ এখন তিনি আর যুদ্ধক্ষেত্রে যান না ৷ তবে এখন দেশের সামনে কোরোনা বিপদ ৷ এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ত্যাগের পথে হাঁটলেন প্রবীণ ৷ নিজের ম্যারাথন পদক নিলামে তুললেন তিনি ৷
প্রবীণ সেই সব মেরিন কমান্ডোদের মধ্যে ছিলেন যাঁরা মুম্বই তাজ হোটেল জঙ্গিমুক্ত করতে ‘‘অপারেশন ব্ল্যাক টর্নেডো’’-তে অংশ নিয়েছিলেন ৷ সেই যুদ্ধে বুকে চারটি গুলি লেগেছিল তাঁর ৷ বুকের ডান দিকে গুরুত্বর আঘাত পেয়েছিলেন ৷ বাম কানের শোনার ক্ষমতা হারিয়েছিলেন ৷ কিন্তু হার মানেননি ৷ পরে তাঁকে সূর্যচক্র সম্মানে ভূষিত করে সরকার ৷
26/11-র সেই যোদ্ধাই এখন ম্যারাথন দৌড়বিদ ৷ ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তের ম্যারাথনে অংশ নিয়েছেন ৷ দেশের এই বিপদের সময় সাধারণ মানুষের হাতে আর্থিক সাহায্য তুলে দিতে নিজের পদকগুলি নিলামে তোলার সিদ্ধান্ত নেন তিনি ৷ নিজের 40টি পদক নিলামে তোলেন ৷ যার মধ্যে দুটি পদক নিলাম করে 2 লাখ টাকা ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কোরোনা রিলিফ ফান্ডে দান করেছেন তিনি ৷
নিউ ইয়ার্ক সিটি ম্যারাথন পদক বর্তমানে উত্তরপ্রদেশের ভাটোনা জেলায় একটি গ্রামে পরিবার নিয়ে বসবাস করেন প্রবীণ ৷ 2008 সালের সেই যুদ্ধে জখম হওয়ার পর হাসপাতালে পাঁচবার অপারেশন হয় তাঁর ৷ সারাজীবনের মতো হারান শ্রবণশক্তি ৷ তবে আর ফেরা হয়নি যুদ্ধক্ষেত্রে ৷ তাঁকে ডেস্কে কাজ দেওয়া হয় ৷ তারপর নিজেকে ফের প্রমাণ করার তাগিদে ম্যারাথন দৌড়ে অংশ নেন প্রবীণ ৷
এই 12 বছরে প্রায় দু’ডজন ম্যারাথন জিতেছেন তিনি ৷ ভারতের দু’বারের ‘‘আইরন ম্যান’’ খেতাব জয় করেন তিনি ৷ 2020 সালে লিমকা বুক রেকর্ডসে তাঁর নাম ওঠে প্রথম ভারতীয় প্রতিবন্ধী আইরন ম্যান হিসাবে ৷ ফের দেশের লড়াইয়ে অংশ নিতে পেরে খুশি তিনি ৷