পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Qatar WC 2022 : বাকি তিনটি স্থানের জন্য লড়াইয়ে কারা, কোন পথে হবে যোগ্যতা নির্ণয়, জেনে নেওয়া যাক - 8 Countries are still in race to qualify for the Qatar WC 2022

এখনও কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য পড়ে রয়েছে তিনটি স্থান ৷ যে তিনটি স্থানের জন্য লড়াইয়ে রয়েছে 8টি দেশ (8 countries are still in race to qualify for the Qatar WC 2022) ৷ কোন কোন দেশ রয়েছে সেই তালিকায়, কীভাবেই বা সম্ভব হবে যোগ্যতা অর্জন ৷ আসুন জেনে নেওয়া যাক ৷

Qatar WC 2022
বাকি তিনটি স্থানের জন্য লড়াইয়ে কারা, কোন পথে হবে যোগ্যতা-নির্ণয়, জেনে নেওয়া যাক

By

Published : Apr 2, 2022, 1:53 PM IST

কলকাতা, 2 এপ্রিল :খেলবে 32টি দেশ ৷ এর মধ্যে যোগ্যতা নির্ণায়ক পর্বের হার্ডলস টপকে কাতারের টিকিট হাতে পেয়েছে 28টি দেশ (আয়োজক হিসেবে কাতার অটোমেটিক চয়েস) ৷ অর্থাৎ, কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য এখনও পড়ে রয়েছে তিনটি স্থান ৷ যে তিনটি স্থানের জন্য লড়াইয়ে রয়েছে 8টি দেশ (8 countries are still in race to qualify for the Qatar WC 2022) ৷ কোন কোন দেশ রয়েছে সেই তালিকায়, কোন পথেই বা সম্ভব হবে যোগ্যতা অর্জন ৷ আসুন দেখে নেওয়া যাক ৷

গ্যারেথ বেল, কেইলর নাভাস, স্কট ম্যাকটমিনে, আন্দ্রে ইয়ার্মোলেঙ্কোর মত তারকা এবং তাঁদের রাষ্ট্র এখনও কাতার বিশ্বকাপে স্থান করে নেওয়ার অপেক্ষায় ৷ যে 8টি দেশের এখনও সম্ভাবনা রয়েছে বিশ্বকাপগামী বিমানে ওঠার সেগুলি হল : ওয়েলস, স্কটল্যান্ড, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া, পেরু, নিউজিল্যান্ড এবং কোস্টারিকা ৷ এর মধ্যে ওয়েলস, স্কটল্যান্ড, ইউক্রেনের মধ্যে ইউরো প্লে-অফের মাধ্যমে ভাগ্যে শিকে ছিঁড়বে একটি মাত্র দেশের ৷ বাকি পাঁচ দেশের মধ্যে দুই দেশের ভাগ্য খুলবে ইন্টার-কনফেডারেশন প্লে-অফের মধ্য দিয়ে ৷

কোন কোন দেশের মধ্যে কবে অনুষ্ঠিত হবে ম্যাচগুলি :

আগামী 7 জুন এএফসি কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি আরব আমিরশাহী ৷ দুই দেশের মধ্যে বিজয়ী আগামী 13 অথবা 14 জুন ইন্টার-কনফেডারেশন প্লে-অফে মুখোমুখি হবে পেরুর ৷ সেই ম্যাচের বিজয়ী পাবে কাতারগামী বিমানে ওঠার সুযোগ ৷

ইন্টার-কনফেডারেশনের অপর প্লে-অফে নিউজিল্যান্ড-কোস্টারিকার মধ্যে বিজয়ী দল সুযোগ করে নেবে কাতার বিশ্বকাপের মূলপর্বে ৷ যদিও ম্যাচের দিনক্ষণ নির্ধারিত নয় এখনও ৷

আরও পড়ুন : গ্রুপ অফ ডেথে স্পেন-জার্মানি, মেসি-রোনাল্ডোরা কাদের সঙ্গে, একনজরে কাতার বিশ্বকাপের দল বিন্যাস

আর ইউরো প্লে-অফের কথা যদি বলতে হয়, সেক্ষেত্রে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন একটা ফ্যাক্টর ৷ যুদ্ধের জেরে স্কটল্যান্ড বনাম ইউক্রেনের মধ্যে উয়েফা ফাইনাল রাউন্ড কোয়ালিফায়ারের ম্যাচটি ঝুলে রয়েছে ৷ মনে করা হচ্ছে জুনেই অনুষ্ঠিত হবে ম্যাচটি ৷ সেই ম্যাচে বিজয়ীর সঙ্গে গ্যারেথ বেলের ওয়েলস অবতীর্ণ হবে কাতারে যোগ্যতা-অর্জনের চূড়ান্ত লড়াইয়ে ৷ শুক্রবারই ঘোষিত হয়েছে কাতার বিশ্বকাপের দল বিন্যাস ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details