কলকাতা, 2 এপ্রিল :খেলবে 32টি দেশ ৷ এর মধ্যে যোগ্যতা নির্ণায়ক পর্বের হার্ডলস টপকে কাতারের টিকিট হাতে পেয়েছে 28টি দেশ (আয়োজক হিসেবে কাতার অটোমেটিক চয়েস) ৷ অর্থাৎ, কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য এখনও পড়ে রয়েছে তিনটি স্থান ৷ যে তিনটি স্থানের জন্য লড়াইয়ে রয়েছে 8টি দেশ (8 countries are still in race to qualify for the Qatar WC 2022) ৷ কোন কোন দেশ রয়েছে সেই তালিকায়, কোন পথেই বা সম্ভব হবে যোগ্যতা অর্জন ৷ আসুন দেখে নেওয়া যাক ৷
গ্যারেথ বেল, কেইলর নাভাস, স্কট ম্যাকটমিনে, আন্দ্রে ইয়ার্মোলেঙ্কোর মত তারকা এবং তাঁদের রাষ্ট্র এখনও কাতার বিশ্বকাপে স্থান করে নেওয়ার অপেক্ষায় ৷ যে 8টি দেশের এখনও সম্ভাবনা রয়েছে বিশ্বকাপগামী বিমানে ওঠার সেগুলি হল : ওয়েলস, স্কটল্যান্ড, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া, পেরু, নিউজিল্যান্ড এবং কোস্টারিকা ৷ এর মধ্যে ওয়েলস, স্কটল্যান্ড, ইউক্রেনের মধ্যে ইউরো প্লে-অফের মাধ্যমে ভাগ্যে শিকে ছিঁড়বে একটি মাত্র দেশের ৷ বাকি পাঁচ দেশের মধ্যে দুই দেশের ভাগ্য খুলবে ইন্টার-কনফেডারেশন প্লে-অফের মধ্য দিয়ে ৷
কোন কোন দেশের মধ্যে কবে অনুষ্ঠিত হবে ম্যাচগুলি :