কলকাতা, 12 অগস্ট: আরও তিন ফুটবলারকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল ৷ সুমিত পাসি, কমলজিৎ সিং এবং লালচুং নুঙ্গাকে সই করালো লাল-হলুদ ক্লাব (3 Indian Footballers Signed in Emami East Bengal) ৷ বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে অনুশীলন করছিলেন সুমিত। বৃহস্পতিবার তাঁকে সই করানোর কথা ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল ৷ আগেই 13 জন ভারতীয় ফুটবালারের নাম ঘোষণা করেছিল ম্যানেজমেন্ট ৷
তবে, এখনও বিদেশি কোনও ফুটবলারকে সই করায়নি ইমামি ইস্টেবঙ্গল ৷ ফলে ডুরান্ড কাপের আগে যা বড় সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ এই অবস্থায় দল কী হতে চলেছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ এই অবস্থায় প্রথম ধাপে 13 জন ফুটবলারকে সই করানোর প্রায় দশ দিন পরে তিন ফুটবলারকে নেওয়ার কথা ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল ৷ ভিপি সুহেরের সঙ্গে সুমিত পাসিকে ভেবেই দল সাজাচ্ছেন কোচ স্টিভেন কনস্ট্যান্টাইন ৷ ভারতীয় দলের হয়ে আট ম্যাচে 3 গোল রয়েছে সুমিত পাসির ৷ অ্যারোজ থেকে উঠে আসা এই সেন্ট্রাল ফরোওয়ার্ড খেলেছেন স্পোর্টিং ক্লাব দে গোয়ার জার্সিতেও ৷
ইন্ডিয়ান সুপার লিগে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি-তে খেলার অভিজ্ঞতা রয়েছে সুমিত পাসির ৷ আই লিগে ডিএসকে শিবাজিয়ান্স দলেও খেলেছেন তিনি ৷ ক্লাব পর্যায়ে 22টি ম্যাচ খেলে ফেললেও মাত্র দু’টি গোল করেছেন ৷ তবে, গত কয়েক বছরে সেভাবে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি সুমিত ৷ দলে ভারতী স্ট্রাইকাররা থাকায়, অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলতে পারেন তিনি ৷ লেফট ব্যাক বা রাইট ব্যাক খেলার অভিজ্ঞতাও রয়েছে সুমিতের ৷