বেজিং, 23 মে : চিনে একশো কিলোমিটার ক্রস-কান্ট্রি পাহাড়ি ম্যারাথনে অংশ নিয়ে 21 জন অ্যাথলিটের মৃত্যু হল ৷ প্রবল শিলাবৃষ্টি, হিমশীতল বৃষ্টি এবং ঝড়ের দাপটে মৃত্যু হয়েছে তাঁদের ৷ রবিবার চিনের সরকারি সংবাদমাধ্যমের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ চিনের প্রধান সংবাদমাধ্যম সিসিটিভি-র তরফে জানানো হয়েছে, একজন অ্যাথলিটকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাঁকে রবিবার সকাল সাড়ে 9টা নাগাদ তাঁকে উদ্ধার করা হয়েছে ৷ তবে, ওই অ্যাথলিট শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷
সিসিটিভি-র তরফে জানানো হয়েছে, এই ঘটনায় মোট 21 জনের মৃত্যু হয়েছে ৷ প্রথমে প্রশাসনের তরফে মোট 20 জনের দেহ উদ্ধার করা হয়েছিল ৷ আরও একজনকে সেই সময় পাওয়া যাচ্ছিল না ৷ পরবর্তী সময়ে তাঁর দেহ উদ্ধার করা হয় ৷ জানা গিয়েছে, উত্তর-পশ্চিম গানসু প্রদেশের বাইন শহরের কাছে ইয়েলো রিভার স্টোন জঙ্গলের পাহাড়ি এলাকায় এই ম্যারাথন আয়োজন করা হয়েছিল ৷ সেখানেই আবহাওয়ার খারাপ হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷