পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

খারাপ আবহাওয়ার কারণে চিনে পাহাড়ি ম্যারাথনে মৃত্যু 21 অ্যাথলিটের

সিসিটিভি-র তরফে জানানো হয়েছে, এই ঘটনায় মোট 21 জনের মৃত্যু হয়েছে ৷ প্রথমে প্রশাসনের তরফে মোট 20 জনের দেহ উদ্ধার করা হয়েছিল ৷ আরও একজনকে সেই সময় পাওয়া যাচ্ছিল না ৷ পরবর্তী সময়ে তাঁর দেহ উদ্ধার করা হয় ৷

21-athletes-die-in-china-mountain-marathon-due-to-bad-weather
খারাপ আবহাওয়ার কারণে চিনে পাহাড়ি ম্যারাথনে মৃত্যু 21 অ্যাথলিটের

By

Published : May 23, 2021, 4:48 PM IST

বেজিং, 23 মে : চিনে একশো কিলোমিটার ক্রস-কান্ট্রি পাহাড়ি ম্যারাথনে অংশ নিয়ে 21 জন অ্যাথলিটের মৃত্যু হল ৷ প্রবল শিলাবৃষ্টি, হিমশীতল বৃষ্টি এবং ঝড়ের দাপটে মৃত্যু হয়েছে তাঁদের ৷ রবিবার চিনের সরকারি সংবাদমাধ্যমের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ চিনের প্রধান সংবাদমাধ্যম সিসিটিভি-র তরফে জানানো হয়েছে, একজন অ্যাথলিটকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাঁকে রবিবার সকাল সাড়ে 9টা নাগাদ তাঁকে উদ্ধার করা হয়েছে ৷ তবে, ওই অ্যাথলিট শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷

সিসিটিভি-র তরফে জানানো হয়েছে, এই ঘটনায় মোট 21 জনের মৃত্যু হয়েছে ৷ প্রথমে প্রশাসনের তরফে মোট 20 জনের দেহ উদ্ধার করা হয়েছিল ৷ আরও একজনকে সেই সময় পাওয়া যাচ্ছিল না ৷ পরবর্তী সময়ে তাঁর দেহ উদ্ধার করা হয় ৷ জানা গিয়েছে, উত্তর-পশ্চিম গানসু প্রদেশের বাইন শহরের কাছে ইয়েলো রিভার স্টোন জঙ্গলের পাহাড়ি এলাকায় এই ম্যারাথন আয়োজন করা হয়েছিল ৷ সেখানেই আবহাওয়ার খারাপ হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷

আরও পড়ুন : ধুলোয় মিশল সাফল্য, খ্যাতি ; কুস্তিগীর খুনে ধৃত সুশীল কুমার

বাইন শহরের মেয়র জানিয়েছেন, ম্যারাথন যখন 20 থেকে 31 কিলোমিটারের মধ্যে চলছিল, সেই সময় হঠাৎ করেই আবহাওয়া খারাপ হতে শুরু করে ৷ অল্প সময়ের মধ্যেই সেখানে শিলাবৃষ্টি শুরু হয়ে যায় ৷ এর পর হিমশীতল বৃষ্টি শুরু হয়ে যায় ৷ সেই সঙ্গে প্রচণ্ড গতিতে ঝড় ওঠে ৷ ফলে তাপমাত্রাও অনেকটাই নেমে যায় ৷ আর সেই কারণেই ম্যারাথনে অংশ নেওয়া এই 21 জন অ্যাথলিটের মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি, চিনের জাতীয় সংবাদ সংস্থার তরফে বলা হয়েছে, মৃত অ্যথলিটদের বেশ কিছু শারীরিক সমস্যা আগে থেকেই ছিল ৷

ABOUT THE AUTHOR

...view details