কলকাতা, 3 এপ্রিল : শুক্রবার গ্রুপবিন্যাসের সঙ্গেই আসন্ন কাতার বিশ্বকাপের ম্যাসকট 'লাইব'-কে অনুরাগীদের সামনে এনেছে ফিফা ৷ আত্মপ্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করছে সে ৷ তবে ইতিবাচক প্রতিক্রিয়া নয়, কাতারের ম্যাসকটকে নিয়ে মূলত নেতিবাচক প্রতিক্রিয়া শুনতে হচ্ছে বিশ্ব ফুটবলের গভর্নিং বডিকে (2022 WC Mascot Laeeb makes a stir on social media) ৷ মোদ্দা কথা 2022 বিশ্বকাপের ম্যাসকটকে নিয়ে একেবারেই খুশি নন ফুটবলপ্রেমীরা ৷ মধ্যপ্রাচ্যের বেশভূষায় লাইব-কে দেখে অনেকেরই 'ক্যাসপার- দ্য ফ্রেন্ডলি ঘোস্ট' চরিত্রের কথা মনে পড়ছে ৷ কোনও রাখঢাক না-করেই সোশ্যাল মিডিয়ায় মনের কথা প্রকাশও করছেন অনুরাগীরা ৷
শুক্রবার ড্র অনুষ্ঠানের শুরুতে 2022 বিশ্বকাপ ফুটবলের ম্যাসকট উন্মোচন করে ফিফা (Laeeb unveiled as official mascot for FIFA World Cup Qatar 2022) ৷ সোশ্যাল মিডিয়ায় লাইবের ছবি প্রকাশ করে তারা লেখে, "অফুরান প্রাণশক্তি নিয়ে ম্যাসকট-ভার্সের নয়া সদস্য সকল অনুরাগীদের ফুটবলের আনন্দ দেওয়ার জন্য তৈরি ৷ লাইবের সঙ্গে পরিচয় করা যাক ৷" আরবি ভাষায় লাইব শব্দের অর্থ দক্ষ খেলোয়াড় ৷